বড় ভুল করে বসলেন ব্রিটিশ ক্রিকেটার ররি বার্ন্স, মাসুল দিতে হতে পারে রুটদের

বাংলা হান্ট ডেস্কঃ ইংল্যান্ড টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচ এখন লড়াইয়ে জমজমাট। ওভাল টেস্টের প্রথম দিনেই যেমন ব্যাটিং ধ্বসের কারণে বেশ কিছুটা পিছিয়ে পড়েছিল টিম ইন্ডিয়া, তেমনি আবার দিন শেষ হতে হতে মহারথী রুটকে ফিরিয়ে ম্যাচে নতুন করে প্রাণ সঞ্চার করেন বুমরা-উমেশরা। দ্বিতীয় দিনে ব্যাটিং একবার ফের এগিয়ে যায় ইংল্যান্ড। অলি পোপের ৮১ এবং ওকসের অর্ধশত রানের গুনে ভারতের বিরুদ্ধে ৯৯ রানের লিড নিয়ে নেয় তারা। আবার দিন শেষ হতে হতে বিনা উইকেটে ৪৩ রান সংগ্রহ করে এখন মোটামুটি ভাবে ম্যাচে ফেরার চেষ্টা করছে ভারত।

   

সব মিলিয়ে আজ তৃতীয় দিন যে ভীষণ রোমাঞ্চকর হতে চলেছে এই নিয়ে কোন সন্দেহ নেই। কিন্তু ইংরেজ ফিল্ডার ররি বার্ন্স একটি ভুল না করলে হয়তো বিনা উইকেটে দিন শেষ করতে পারত না ভারত। কারণ ইনিংসের শুরুতেই রোহিত শর্মাকে হারাতে হত বিরাট বাহিনীকে। রোহিত তখন ব্যাট করছিলেন মাত্র ৬ রানে, জেমস অ্যান্ডারসনের একটি আউট স্যুইং বলকে থার্ড ম্যানের দিকে ঠেলতে গিয়ে প্রায় বার্ন্সের হাতে ক্যাচ দিয়ে বসে ছিলেন তিনি। কিন্তু ইংল্যান্ডের দুর্ভাগ্য যে এই ক্যাচ তালুবন্দী করতে পারেননি ররি। বল তার পায়ে লেগে চলে যায় বাউন্ডারির দিকে।

এই ভুলের জন্য এখন কতখানি মাশুল দিতে হবে ইংল্যান্ডকে, তা অবশ্য বলে দেবে সময়ই। তবে ইংল্যান্ডে যথেষ্ট ভাল ফর্মে রয়েছেন রোহিত শর্মা। ড্যাডি হান্ড্রেড না এলেও ইতিমধ্যেই দুটি অর্ধশতরান এসে গিয়েছে তার ব্যাট থেকে। যদিও প্রথম ইনিংসে ক্রিস ওকসকে সামলাতে গিয়ে উইকেট ছুঁড়ে দিয়েছিলেন হিটম্যান। তবে শুক্রবার তার অ্যাপ্লিকেশনে কোনও রকম ভুল চোখে পড়েনি।

Rory burns,Rohit Sharma,India England series,Virat Kohli,Joe Root,James Anderson,ররি বার্ন্স,রোহিত শর্মা,ভারত ইংল্যান্ড সিরিজ,বিরাট কোহলি,জো রুট,জেমস অ্যান্ডারসন

শনিবারের তৃতীয় দিনটি স্বাভাবিকভাবেই সবথেকে নির্ণায়ক হতে চলেছে এই টেস্টের জন্য। কারণ এখনও ৫৬ রানে এগিয়ে রয়েছে রুট বাহিনী। চতুর্থ ইনিংসে লড়াই বজায় রাখতে হলে অন্তত ২৫০ বা তার বেশি রানের টার্গেট রূট বাহিনীর সামনে রাখতে হবে ভারতকে। অর্থাৎ সংগ্রহ করতে হবে সাড়ে তিনশোর বেশি রান। তবে আশার কথা এই যে পিচ আজ অনেকটাই ভাল ব্যাটিংয়ের জন্য।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর