শেষ বলে বাজিমাত করে অজিদের হারিয়ে টি-২০ সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড

বাংলা হান্ট ডেস্কঃ করোনার ভয়ে দীর্ঘদিন ক্রিকেট বন্ধ থাকার পর অবশেষে শুরু হয়েছে ক্রিকেট খেলা। করোনার কারণে দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় বন্ধ ছিল ক্রিকেট, বিশ্বে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পরেই অস্ট্রেলিয়া ক্রিকেট দল ইংল্যান্ড সফরে গিয়েছে। ইংল্যান্ড সফরে প্রথমে টি-টোয়েন্টি সিরিজ রয়েছে অজিদের। গতকালের টিটোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড।

প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে ম্যাচ জিতে নিল ইংল্যান্ড। ম্যাচের একেবারে শেষ ওভারে বাজিমাত করে ইংল্যান্ড ক্রিকেট দল। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড। শেষ বলে জয়ের জন্য অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল পাঁচ রান কিন্তু সেই রান আটকে দিয়ে দু’রানে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড।

এইদিন টসে জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাটিং করতে পাঠায় অজি অধিনায়ক ইয়ন ম্যার্গান। ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন ইংল্যান্ডের ওপেনার জস বাটলার। মাত্র 29 বলে 44 রানের ইনিংস খেলেন জস বাটলার এছাড়াও ইংল্যান্ডের ব্যাটসম্যান ডেভিড মালানের ব্যাট থেকেও একটি ঝোড়ো ইনিংস আসে তিনি 43 বলে 66 রানের দুর্দান্ত ইনিংস খেলেন।

জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেও শেষ রক্ষা হয়নি অজিদের। অসি ওপেনার ডেভিড ওয়ার্নার এবং অ্যারন ফিঞ্চ দুর্দান্ত ইনিংস শুরু করেন। প্রথম উইকেটে তারা 98 রানের পার্টনারশিপ গড়ে তোলে। কিন্তু ওয়ার্নার এবং ফিঞ্চ আউট হতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল অজি ব্যাটিং লাইনআপ। একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আজিরা। শেষ ওভারে জয়ের জন্য অস্ট্রেলিয়া প্রয়োজন ছিল 15 রান কিন্তু ইংল্যান্ডের বোলার টম কারেনের দুর্দান্ত বোলিংয়ের সুবাদে স্বপ্ন ভঙ্গ হয় অজিদের। দু’রানে ম্যাচে জিতে নেয় ইংল্যান্ড। এর ফলে সিরিজে এগিয়ে রইল ইংল্যান্ড দল। ম্যাচের সেরা হয়েছেন ইংল্যান্ডের ব্যাটসম্যান ডেভিড মালান।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর