কুইন এলিজাবেথের মৃত্যুর জের! সপ্তাহান্তে মাঠে নামছে না রোনাল্ডোর ম্যান ইউ সহ EPL-এর বাকি ক্লাবগুলি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কুইন ভিক্টোরিয়া এলিজাবেথ (দ্বিতীয়) গতকাল ৯৬ বছর বয়সে প্রয়াত হয়েছেন। ইংল্যান্ডের সাথে সাথে গোটা বিশ্ব তাঁর আত্মার শান্তি কামনা করেছেন। তার আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে কাল সমস্ত ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব খুলির সোশ্যাল মিডিয়া প্রোফাইল ছবি কালো করে দেওয়া হয়েছিল। ইউরোপা লিগের ম্যানচেস্টার ইউনাইটেড এবং রিয়াল সোসিয়েদাদ ম্যাচ যা ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল সেই ম্যাচে তার মৃত্যুর কারণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

তার আত্মাকে সম্পূর্ণ শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে পিজিএ চ্যাম্পিয়নশিপ, প্রেমিয়ারশিপ রাগবি এবং দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ডের তৃতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের খেলা বাতিল করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের অফিশিয়াল বিবৃতি অনুযায়ী তারা কোনও অর্গানাইজারকে ম্যাচ বন্ধ রাখার জন্য অনুরোধ জানায়নি তারা নিজেদের উদ্যোগে এই সিদ্ধান্ত নিয়েছে। ‘লন্ডন ব্রিজ ফলস’ প্রটোকলের আওতাভুক্ত হবার জন্য কাউকেই জোর দেওয়া হবে না। তবে ম্যাচ চলাকালীন ক্রীড়াবিদদের কালো আর্মব্যান্ড পরিধান করতে বলা হয়েছে।

তবু বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লিগ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে যে এই দুঃখের মুহূর্তে তারা তাদের রানীর স্মৃতি ও কীর্তির স্মরণে আসন্ন সপ্তাহান্তে প্রিমিয়ার লিগের সমস্ত ম্যাচ বাতিল করা হয়েছে। ১২ দিনের ‘পিরিয়ড অফ মোওনিং’-এর সময়ের বাকি আপডেট পরবর্তীতে দেওয়া হবে।

রাণীর মারা যাওয়ার পর কাল প্রথম ইংল্যান্ডের দল হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডকে নিজেদের ইউরোপা লিগের ম্যাচ খেলতে নামছে হয়েছিল এবং ক্লাব যাবতীয় প্রটোকল যেমন নীরবতা পালন কাল আর্মব্যান্ড পরিধান ইত্যাদি মেনে চলেছিল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সহ আরও একাধিক ফুটবলার রাণীর প্রয়ানে নিজেদের শোক বার্তা পোস্ট করেছেন ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘন্টা পরে।

যদিও কাল নিজেদের ইউরোপা লিগের ম্যাচে ০-১ ফলে হারতে হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডকে। ইউরোপিয়ান প্রতিযোগিতাগুলোতে স্প্যানিশ দলগুলোর বিরুদ্ধে তাদের দুঃসহ রেকর্ড আরও বাড়লো। গতকাল প্রথমার্ধেই রেড ট্রাভেলসের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো প্রতিপক্ষ রিয়াল সোসিয়াদাদের জালে বল জড়িয়ে দিয়েছিলেন কিন্তু অফ সাইডের কারণে সেই গোলটি বাতিল হয়। এরপর দ্বিতীয়ার্ধে বিতর্কিত পেনাল্টি থেকে গোল করে ইউরোপা লিগে নিজেদের এই মরশুমে প্রথম ম্যাচ জিতে নেয় রিয়াল সোসিয়েদাদ। ইতিহাসে প্রথমবার ম্যানচেস্টার ইউনাইটেডকে হারাতে পারলো স্প্যানিশ ক্লাবটি।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর