কৃষকদের আয় দ্বিগুণ করতে ৬৫ বছরের পুরনো আইনে বদল আনছে মোদী সরকার

বাংলা হান্ট ডেস্কঃ কৃষকদের আয় দ্বিগুণ করতে ৬৫ বছরের পুরনো আইনে বদল আনছে মোদী সরকার (Narendra Modi Government0! কনজিউমার অ্যাফেয়ার মন্ত্রালয় এসেন্সিয়াল কমোডিটি আইনে (Essential Commodity Act) বদল আনতে চলেছে। অর্থমন্ত্রী জানান, কৃষি প্রতিযোগিতা আর বিনিয়োগ বাড়ানর জন্য ১৯৯৫ থেকে জারি আবশ্যক বস্তু অধিনয়মে বদল আনে হবে। তেলবীজ, ডাল, সবজি, আলু, পেয়াজকে এখন অনিয়মিত করা হবে।

   

ফুড প্রোসেসিং এর জন্য কোন স্টক লিমিট থাকবে না। যারা রপ্তানি করে, তাদের কোন সমস্যা হবে না। ন্যশানাল ডিসাস্টার আর খরার দিনে সরকার যেকোন পদক্ষেপ নিতে পারে। আপনাদের জানিয়ে দিই যে, মোদী সরকারের দ্বিতীয় কার্যকালে কৃষকদের নিয়ে অনেক বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী কিষাণ সন্মান নিধি যোজনা অনুযায়ী, কৃষকদের প্রতিবছর ৬ হাজার করে টাকা দেওয়া হয়।

অর্থ মন্ত্রী অ্যাগ্রিকালচার মারকেটিং রিফর্মে সংশোধন করার কথা ঘোষণা করেছেন। প্রথমে কৃষকদের শুধু APMC কে সামগ্রী বিক্রি করতে হত, কিন্তু এবার এই বাধ্যকতা তুলে দেওয়া হল। এরফলে চাষিরা ভালো দাম পাবে। এসেন্সিয়াল কমোডিটি (EC) আইন ১৯৫৫ এ সংশোধন করা হচ্ছে।

এরফলে চাষিদের আমদানি বাড়বে। আর নিজের প্রোডাক্ট কম দামে বিক্রি করতে হবে না আর চাষিদের। ডাল, আলু,  পিঁয়াজ, সরষের মতো উৎপাদ গুলোকে অনিয়মিত করা হবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর