‘ভারতে থাকা সবাই হিন্দু’! ফের দাবি RSS প্রধান মোহন ভাগবতের

বাংলাহান্ট ডেস্ক : প্রত্যেক ভারতীয় নাগরিকই হিন্দু (Hindu)। দেশের সকল হিন্দু-মুসলমানদের পূর্বপুরুষ এক। এটাই ইতিহাস। বিষয়টিকে এ ভাবেই ব্যাখ্যা করা ভাল বলে মন্তব্য করেন তিনি। ভারতে বসবাস কথা প্রত্যেক ব্যক্তি আক্ষরিক অর্থে হিন্দু। সোমবার এই কথাই জানালেন সঙ্ঘ প্রধান (RSS) মোহন ভাগবত (Mohan Bhagavad)। মুসলিম বিশিষ্টজনদের উদ্দেশ্যে বক্তৃতায় হিন্দু-মুসলমান সমাজের মধ্যে ঐক্য সাধন ও কট্টরপন্থী মুসলিম বিচারধারার বিরুদ্ধে সাধারণ শিক্ষিত মুসলমান সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান ভাগবত।

   

এদিন তিনি বলেন, ‘আজ ভারতে একাধিক সম্প্রদায়ের মানুষ দেখা গেলেও এদের উৎপত্তি একটিই ধর্ম থেকে, যার নাম হিন্দু। আজ তাদের মধ্যে অনেক বিভেদ দেখা গেলেও আদতে তারা এক।’ তিনি আরও বলেন, ‘সকলের মধ্যে নিজেকে দেখা, মেয়েদের মায়ের মত সম্মান করা, অপরের বস্তুতে লোভ না করা হিন্দু ধর্মই শেখায়।’

মোহন ভাগবত বলেন, ‘হিন্দুত্ব একটা সুতোর মতো। সমস্ত ধর্মকে সেই সুতোর সঙ্গে জুড়ে রাখে। যারা নিজেদের হিন্দু ভাবে তারা সকলে হিন্দু। যাদের পূর্বপুরুষ হিন্দু ছিলেন তাঁরাও হিন্দু। যারা ভারতের সংস্কৃতিকে সম্মান করেন তাঁরা হিন্দু। যাঁরা ভারতের প্রশংসা করার জন্য সংস্কৃত শ্লোক উচ্চারণ করতে পারে তারাও হিন্দু।

তবে এই প্রথম নয়, অতীতেও একবার এমনই একটি দাবি করেছিলেন আরএসএস প্রধান। মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ আয়োজিত একটি অনুষ্ঠানে মোহন ভাগবত বলেন, ভারতের হিন্দু ও মুসলমানদের ডিএনএ একই। সে সময়ে ওই মন্তব্য ঘিরে বির্তক তৈরি হয়েছিল। তবে এবারও বিতর্ক সৃষ্টি হবে কিনা, তা সময়ই বলবে।

একটি বৈঠকে সাম্প্রদায়িক ঐক্যের উপরে জোর দিতে গিয়ে মোহন ভাগবত বলেন, এ দেশের হিন্দু-মুসলমানদের পূর্বপুরুষ এক। তাঁর দাবি, প্রত্যেক ভারতীয় নাগরিকই হিন্দু। কেন এমন কথা, তাঁর একটি ব্যাখ্যাও দিয়েছেন ভাগবত। বলেন, হিন্দু শব্দ মাতৃভূমি, আমাদের পূর্বপুরুষ ও ভারতের গৌরবময় সংস্কৃতির অঙ্গ। এখানে ভিন্নমতের অনাদর হয় না। ইসলাম আক্রমণকারীদের সঙ্গে এসেছিল। একে এ ভাবেই দেখা উচিত।

তবে মোহন ভাগবতের এই বক্তব্যের পেছনে বিশেষ রাজনৈতিক কারণ রয়েছে বলে মনে করা হচ্ছে। বেশ কয়েকটি সূত্রের মতে, দেশের বিভিন্ন প্রান্তে বিজেপি তথা সঙ্ঘ পরিবারের বিরুদ্ধে যে হারে মুসলিম নিগ্রহের অভিযোগ উঠেছে, সেই কালি মুছতেই ভাগবতের এই ঐক্যের মন্তব্য।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর