EVM নিয়ে টানাপোড়েন

বাংলা হান্ট ডেস্ক: এতদিন ছিল EVM হ্যাক করার গল্প। যখন সেই গল্প মুখ থুবড়ে পড়লো, তখন শুরু হলো EVM বদল করার গল্প।
সবচেয়ে আশ্চর্যজনক বিষয় কিছু শিক্ষিত মানুষ, যারা নিজেরাও হয়তো ভোটের ডিউটি করেছে, তারাও ছড়াচ্ছে এই গল্প। মানে frustration টা কোন লেভেলে গেলে এই রকম গল্প তৈরি করা হয়!!! EVM মেশিন বদল করার গল্প একটা অবাস্তব, হাস্যকর, এবং নিজেদের ব্যর্থতাকে ঢাকার জন্য অজুহাত ছাড়া কিছুই নয়। EVM মেশিন চেঞ্জ করা আদৌ বাস্তবে সম্ভব!!!

af1d1 images 6

*EVM মেশিন বদল করতে হলে যা করতে হবে……..*

*1) EVM এর data বদল হয়ে যাবে।*

*2) EVM এর সিরিয়াল নম্বর বদল হয়ে যাবে।*

*3) Control unit এর সিরিয়াল নম্বর বদল হয়ে যাবে।*

*4) VVPAT এর নম্বর বদল হয়ে যাবে।*

*5) VVPAT slip গুলোকে মেলাতে হবে নতুন EVM মেশিনে প্রদত্ত ভোট এর সাথে।*

*6) Paper seal এর নম্বর বদল হয়ে যাবে।*

*7) Strip seal এর নম্বর বদল হয়ে যাবে।*

*8) Paper seal এ প্রদত্ত প্রিসাইডিং অফিসারের sign, পোলিং এজেন্ট দের sign, তাদের seal সব কিছুকে জাল করতে হবে।*

*9) মেশিন গুলোতে যে গালা seal দেওয়া থাকে, যেখানে এজেন্ট দের seal ও দেওয়া থাকে, সেগুলোকেও ভাঙতে হবে, এবং জাল করতে হবে।*

*10) মার্কড কপি বদল করতে হবে।*

*11) প্রতিটা এজেন্ট এর বাড়ি গিয়ে গিয়ে 17C ফর্ম বদল করতে হবে, এবং সেই সঙ্গে তাদেরকে অন্য একটি করে 17C ফর্ম দিতে হবে, যেটাতে প্রিসাইডিং অফিসারের sign কে জাল করতে হবে।*

*12) প্রতিটা পোলিং এজেন্টকে টাকা-পয়সা, ধমকি দিয়ে রাজি করাতে হবে যাতে তারা কাউন্টিং এর সময় কোনো ঝামেলা না করে, এই জালিয়াতির খবর যেন কাউকে না দেয়।*

*13) Voter Turn Out report কে বদলাতে হবে।*

*14) যদি Web Casting বা Video Recording এর ব্যবস্থা থাকে তো, সেই গুলোকে মুছে ফেলতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে, কোনো নিরাপদ স্থানে ওই একটি false বুথের পরিকাঠামো তৈরি করে সেখানে ওই বুথের ভোটার দেরকে প্রলোভন দিয়ে ডেকে মিথ্যা ভোট দেওয়ার video রেকর্ডিং করতে হবে।*
*15) Election Commission-এর ওয়েবসাইটে 2 ঘন্টা পর পর voter turn out report পাঠাতে হয়, সেগুলোকে মুছে ফেলতে হবে।*

*16) Whatsapp কোম্পানির সাথে কথা বলে Whatsapp এর মধ্য দিয়ে যে সমস্ত রিপোর্ট সেক্টর অফিসার দেরকে পাঠাতে হয়েছিল, সেগুলোকেও মুছে ফেলতে হবে। সেই সঙ্গে নতুন করে “false report” ঢুকতে হবে। সেই সঙ্গে report পাঠানোর “date ও time” ঠিক রাখতে হবে।*

এগুলো ছাড়াও, আরো কয়েকটি বিষয় হলো:

*17) সুপ্রিম কোর্টের সমস্ত বিচারপতিদেরকে নিজের দলে টানতে হবে।*

*18) কেন্দ্রীয় election commissioner কে manage হবে।*

*19) রাজ্য election commissioner কে manage হবে।*

*20) পুলিশ সুপারকে manage হবে।*

*21) D. M কে manage করতে হবে।*

*22) সুপারভাইসর দেরকে manage করতে হবে।*

*23) কেন্দ্রীয় বাহিনী দেরকে manage করতে হবে।*

*24)রাজ্যের বিরোধী দলকে এবং সেই রাজ্যের রাজ্য সরকারকে পটাতে হবে।*

*25)রাজ্যের সমস্ত জনগণকে বোচাকদা হতে হবে।*

*27) সংবাদ মাধ্যমকে কানা, কালা, বোবা, হতে হবে।*

*28) সমস্ত শিক্ষিত লোককে মূর্খের ডাঙ হতে হবে, যাতে সবাইকে যা বোঝাবো তাই বুঝবে।*

এরপর ভাবুন……

*এতসব কিছু করার পর “শুধুমাত্র একটা” EVM মেশিন manage করতে পারবে কোনো দল।*
PDG…

সম্পর্কিত খবর