পাকিস্তানের বিরুদ্ধে হারের দুঃখ সহ্য করতে পারলেন না এই খেলোয়াড়, চিরদিনের মত বিদায় জানালেন ক্রিকেটকে

বাংলা হান্ট ডেস্কঃ মরু দেশে জমে উঠেছে বিশ্বজয়ের মহাযুদ্ধ। যদিও ইতিমধ্যেই গ্রুপ পর্ব থেকেই বিশ্বকাপের বিদায়ঘণ্টা বেজে গিয়েছে ভারতের। তবে পাকিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড সহ বেশকিছু দলের পারফরম্যান্স এবার সত্যিই দারুণ। বিশেষত পাকিস্তান এবং ইংল্যান্ডকে তো অনেকেই বিশ্বকাপ জয়ের প্রবল দাবীদার হিসেবে দেখছেন। তবে এরই মাঝে হঠাৎই বিশ্বকাপ চলাকালীন অবসরের সিদ্ধান্ত ঘোষণা করলেন অভিজ্ঞ ক্রিকেটার। যা দেখে সর্মথকরা সকলেই হতবাক।

এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত পাকিস্তানের কাছে হারলেও রীতিমতো সাড়া ফেলে দিয়েছে আফগানিস্তান। নিজেদের দিনে যে তারা যে কোন দলকে সমস্যায় ফেলতে পারে তা বেশ ভালই বুঝিয়ে দিয়েছেন রশিদ খান, মুজিব উর রহমানরা। তবে পাকিস্তানের বিরুদ্ধে হার দলকে মারাত্মক আঘাত দিয়েছে। আর সেই কারণেই নিজের ক্রিকেট জীবনের ইতি টানলেন প্রাক্তন আফগান অধিনায়ক আসগর আফগান । জানিয়ে রাখি গত ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে কঠিন লড়াই দিলেও শেষ পর্যন্ত ৫ উইকেটে হার হয়েছিল আফগানিস্তানের। ১৯ তম ওভারে চারটি ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে দিয়েছিলেন আসিফ আলি।

তারপর অবশ্য নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচ জিতে নিয়েছিল আফগানিস্তান এবং সেই ম্যাচে ২৩ বলে ৩১ রানের সুন্দর ইনিংসও খেলেন আসগর। তবে ম্যাচ শেষ হতেই ৩৩ বছর বয়সী এই খেলোয়াড় চোখের জল মুছে বলেন, ”গত ম্যাচে আমরা মারাত্মক আঘাত পেয়েছি আর তাই আমি অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। অনেক স্মৃতি আছে, এটা আমার জন্য সত্যিই কঠিন ছিল। কিন্তু আমাকে অবসর নিতেই হত। আমি তরুণদের সুযোগ দিতে চাই। আমি মনে করি এর জন্য এটি একটি ভাল সুযোগ। অনেক লোক আমাকে জিজ্ঞাসা করছে এখনই কেন? এর উত্তর আমার জানা নেই।”

জানিয়ে রাখি আসগরের নেতৃত্বে সবথেকে বেশি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে আফগানিস্তান। দেশের হয়ে তিনি মোট ৬ টি টেস্ট, ১১৪ টি ওয়ানডে এবং ৭৫ টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। সব ফরম্যাট মিলিয়ে তার সংগ্রহ ৪২৪৬ রান।

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর