হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ব্যস্ততার মাঝে বিনা চিকিৎসায় মৃত্যু প্রাক্তন সেনাকর্মীর

বাংলাহান্ট ডেস্কঃ দেশজুড়ে করোনা সংক্রমণের (Corona Outbreak) পারদ মাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী। একে একে সব রেকর্ড ভেঙে মারণ ভাইরাস ক্রমে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করছে। প্রধানমন্ত্রীর তরফে সব রাজ্যের স্বাস্থ্য বিভাগকে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এবার সেই স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শনের মাঝেই হুড়োহুড়িতে বিনা চিকিৎসায় মৃত্যু হল করোনা আক্রান্ত প্রাক্তন সেনাকর্মীর।

ঘটনাটি ঘটেছে বিহারে (Bihar)। রাজধানী পাটনা (Patna) থেকে ১২০ কিলোমিটার দূরে বাড়ি প্রাক্তন সেনাকর্মী বিনোদ সিংয়ের (Binod Singh)। করোনা আক্রান্ত হয়ে মঙ্গলবার অবস্থার অবনতি হলে পরিবারের তরফে একাধিক হাসপাতালে ভর্তি করানোর চেষ্টা করা হয়। তবে সকলেই ভর্তি নিতে নারাজ। অবশেষে তাঁকে ভর্তি নিল নালন্দা মেডিকেল কলেজ এবং হাসপাতাল। সেই সময় ওই হাসপাতাল পরিদর্শনে যান বিহারের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পান্ডে (Mangal Pande)।

Deployed doctors at residence for sake of people, says Bihar Health Minister Mangal Pandey - The Financial Express

হাসপাতাল কতৃপক্ষ ব্যস্ত হয়ে যায় স্বাস্থ্যমন্ত্রীকে স্বাগত জানাতে। সেই সময় বিনোদের পরিবারকে বাইরে অপেক্ষা করতে বলা হয়। তবে অবস্থার আরও অবনতি হলে রোগীর পরিবারের তরফে ডাক্তারদেরকে দেখার অনুরোধ জানানো হয়। তদুপরি কে শোনে কার কথা! দীর্ঘ সময় অপেক্ষার পরে বিনা চিকিৎসায় ওই প্রাক্তন সেনা কর্মী মারা যান বলে পরিবারের তরফে অভিযোগ তোলা হয়।

যদিও পুরো ঘটনাকে একেবারেই অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পান্ডেকে এই মৃত্যু ঘিরে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘সব মৃত্যুই দুঃখজনক। তবে ওই রোগীকে বাঁচানোর চেষ্টা করেছিলেন চিকিৎসকরা। তা সত্ত্বেও বাঁচানো যায়নি।’ অন্যদিকে জাতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ‘ওই মৃত সেনাকর্মীর ছেলে মৃত্যুর জন্য হাসপাতালের উদাসীনতাকেই দায়ী করেছেন।’

সম্পর্কিত খবর