বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি তিনি। নভেম্বর মাসেই অবসর গ্রহণ করেছেন ডি ওয়াই চন্দ্রচূড় (Ex CJI DY Chandrachud)। এরপর একাধিক কারণে সংবাদের শিরোনামে উঠে এসেছেন তিনি। এবার যেমন নিজের ক্রীড়া প্রেমের কথা সবার সঙ্গে ভাগ করে নিলেন সাবেক সিজেআই। ক্রিকেটের প্রতি নিজের ভালোবাসা এবং পছন্দের ক্রিকেটারের নাম ফাঁস করলেন তিনি।
দ্রাবিড়ের মতো দেখতে শুনে কী প্রতিক্রিয়া চন্দ্রচূড়ের (Ex CJI DY Chandrachud)?
সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি থাকাকালীন একাধিক গুরুত্বপূর্ণ মামলায় রায়দান করেছেন চন্দ্রচূড়। বক্তব্য রাখতে গিয়ে বহু সময় তাঁর মুখে এসেছে ক্রিকেটের প্রসঙ্গ। এবার অবসরের পর খেলাধুলার প্রতি নিজের ভালোবাসার কথা সর্বসমক্ষে আনলেন তিনি।
সম্প্রতি এক সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকার দেওয়ার সময় এদেশের প্রাক্তন প্রধান বিচারপতি বলেন, কাজের কারণে সেভাবে কখনও খেলাধুলা করা হয়নি। এখন বয়স বেড়েছে, সেই কারণে আর খেলাধুলা সম্ভব নয়। তবে ক্রিকেটের প্রতি বরাবরই একটা ভালোবাসা রয়েছে বলে জানান চন্দ্রচূড় (Ex CJI DY Chandrachud)। একইসঙ্গে পছন্দের ক্রিকেটারদের নামও ফাঁস করেন।
আরও পড়ুনঃ বাংলাদেশে সনাতনীদের ওপর নির্যাতন! এবার বাংলায় বিরাট জনসভা! অনুমতি দিল হাইকোর্ট
সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি (Chief Justice of India) বলেন, কাজ থাকলে সবসময় খেলা দেখার সময় পান না। তবে বাড়ি ফিরে অন্তত কয়েক মিনিট হাইলাইটস দেখার চেষ্টা করেন। বিরাট কোহলি এবং রবিচন্দ্রন অশ্বিনের পারফরম্যান্সের দিকে তাঁর নজর থাকেন বলে জানান চন্দ্রচূড়।
এদিন পছন্দের ক্রিকেটারের নামও ফাঁস করেন সদ্য প্রাক্তন সিজেআই। তিনি বলেন, ‘বর্তমান সময়ে যারা খেলেন, তাঁদের মধ্যে পছন্দের ক্রিকেটার হলেন বিরাট কোহলি এবং যশপ্রীত বুমরাহ’। এর আগের ক্রিকেটারদের মধ্যে রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) বেশ পছন্দ ছিল বলে জানান তিনি।
ভারতীয় ক্রিকেট দলের এই প্রাক্তন ব্যাটার এবং কোচকে ‘সলিড’ এবং ‘স্টেবল’ বলে উল্লেখ করেন চন্দ্রচূড় (Ex CJI DY Chandrachud)। এরপরেই প্রাক্তন প্রধান বিচারপতিকে সাংবাদিক বলেন, আপনাকে দেখতে তো রাহুল দ্রাবিড়ের মতোই! একথা শোনার পরেই একগাল হাসি দেখা যায় তাঁর মুখে। এদিকে এই সাক্ষাৎকারের পরেই বেশ পরিষ্কার কেন কথায় কথায় ক্রিকেটের উদাহরণ দেন চন্দ্রচূড়।