ঠিক যেন উলটপুরান! দেশের জন্য প্রাণ দিতে চেয়ে প্রজাতন্ত্র দিবসে বাড়িতে তেরঙ্গা তুলল প্রাক্তন জঙ্গি

বাংলা হান্ট ডেস্ক: ছিল ভয়ঙ্কর জঙ্গি, হয়ে গেল দেশপ্রেমিক! এই লাইনটা পড়ে প্রথমে একটু খটকা লাগলেও এবার ঠিক এইরকমই এক ঘটনা সামনে এসেছে। শুধু তাই নয়, নিজের ভুল বুঝতে পেরে এবার দেশের জন্য প্রাণও উৎসর্গ করতে চায় এক প্রাক্তন জঙ্গি। সর্বোপরি, প্রজাতন্ত্র দিবসে (Republic Day) নিজের বাড়িতে তেরঙ্গাও উত্তোলন করল এক সময়ের জঙ্গি শের খান।

   

এদিকে, এই ঘটনা সামনে আসতেই অনেকে দস্যু রত্নাকরের প্রসঙ্গটি উপস্থাপিত করছেন। যিনি একটা সময়ে ভয়ঙ্কর ডাকাত থেকে হয়ে উঠেছিলেন আদিকবি বাল্মীকি। পাশাপাশি, রচনা করেছিলেন রামায়ণের মত মহাকাব্যও। জানা গিয়েছে, শের খান একটা সময়ে হুজি অর্থাৎ হরকত-উল-জেহাদ-উল-ইসলামি জঙ্গি দলের সদস্য ছিল।

মূলত, ১৯৯৮ থেকে ২০০৬ সাল পর্যন্ত সময়কাল পর্যন্ত সক্রিয় জঙ্গি হিসেবে নিজের জেলায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছিল সে। যদিও, এরপর ধরা পড়ে গিয়ে দীর্ঘ ১৩ বছর জেলেই কাটাতে হয় তাকে। এমতাবস্থায়, ২০১৯ সালে জেল থেকে ছাড়া পেয়ে শেষ পর্যন্ত ভুল বুঝতে পেরে সমাজের মূল স্রোতে ফিরে আসে শের খান। আর তারপর থেকেই দেশকে ভালবেসে বাকি জীবনটা কাটাতে চায় সে।

whatsapp image 2023 01 27 at 10.38.27 am

এই প্রসঙ্গে একটি সংবাদমাধ্যমে সে জানায়, ”তিন বছর আগে আমি জেল থেকে ছাড়া পাই। তারপর থেকেই প্রজাতন্ত্র দিবসে মুঘল ময়দানে যেতাম।” যদিও, চলতি বছরে বাড়িতেই তেরঙ্গা উঠিয়ে প্রজাতন্ত্র দিবস পালন করেছে শের খান। উল্লেখ্য যে, শের খানের প্রথম স্ত্রী পরভিনা ও ২০ বছরের ছেলে মুসাফির তাকে ছেড়ে চলে গিয়েছিলেন। জঙ্গি অবস্থায় থাকা জীবনের ওই অধ্যায়ের কথা ভাবলে আজও বিষণ্নতা গ্রাস করে তাকে। তবে, আপাতত শের খান তার দ্বিতীয় স্ত্রী শাহিনা ও দুই মেয়ে সুমাইয়া ও খলিফা বানোর সঙ্গে থাকে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর