BJP আর BCCI-এর কাজে তফাৎ নেই! বিস্ফোরক দাবি রামিজ রাজার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আরও একবার বিসিসিআইকে (BCCI) উদ্দেশ্য করে তোপ দাগলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) প্রাক্তন প্রধান রামিজ রাজা (Ramiz Raza)। পাকিস্তানের ক্রিকেটের আর্থিক অবনতির জন্য এবার সরাসরি বিসিসিআইয়ের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুললেন তিনি। তবে এবার একটি মারাত্মক মন্তব্য করেছেন তিনি। বিসিসিআই বিজেপির (BJP) মতো মানসিকতা নিয়ে কাজ করে বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি একটি অনুষ্ঠানে নিজের ভারত বিদেশী মনোভাব আরো একবার তুলে ধরেছেন রামিজ। তিনি জানিয়েছেন যে তিনি যখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানের পদে ছিলেন তখন তিনি চেষ্টা করেছেন এমন একটি ব্যবস্থা চালু করেন যাতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের আর্থিক লাভের জন্য তাদের আইসিসের দিকে তাকিয়ে থাকতে না হয়।

   

রামিজ বলেছেন, “খুব দুর্ভাগ্যের বিষয় যে ভারতীয় ক্রিকেট বোর্ড যেমন ভাবে কাজ করছে তার সঙ্গে বিজেপির মানসিকতার কোনও তফাৎ নেই। আমি পাকিস্তান ক্রিকেটের মহিলাদের লিগ জুনিয়র ক্রিকেটারদের লিগ চালু করতে চেয়েছিলাম যাতে সেখান থেকে যথেষ্ট পয়সা উপার্জন করা যায়। আইসিসির কাছে আমাদের চেয়ে আর্থিক নির্ভরতা সেটা কাটিয়ে উঠতে চেয়েছিলাম আমি।”

ramiz raza sacked

তিনি আরও বলেছেন, “আমি দায়িত্বে থাকার সময় ভারতের একনায়কতন্ত্রের বিরোধী নীতির কথা বলেছিলাম। এশিয়ান ক্রিকেট কাউন্সিল আমাদের একবার এশিয়া কাপ আয়োজন এর দায়িত্ব দেয় পরক্ষণেই সেখান থেকে বলা হয় যে টুর্নামেন্ট দেশের বাইরে আয়োজন করতে। আমি চেয়েছিলাম পাকিস্তান ক্রিকেট বোর্ডের ক্ষমতা বাড়াতে যাতে ভারত যদি পাকিস্তানে এসে খেলতে না চায় তাতে কোনও পক্ষেরই কোনও অসুবিধা না হয়।”

তার মতে লাভের জন্য আইসিসি শুধুমাত্র ভারতের উপর অনেকটা নির্ভর করে। এই পরিস্থিতি বন্ধ করতে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া কেউ আইসিসিতে নিজেদের প্রভাব বিস্তারের জন্য অনুরোধ করেছেন তিনি। কারণ তিনি আশঙ্কা করেন যদি ভারত পাকিস্তান কে ক্রিকেটের ভিত্তিতে একঘরে করে দিতে চায় তাহলে গুরুতর সমস্যার মুখে পড়বে পাকিস্তান ক্রিকেট।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর