কোচবিহার গড়ছে নজির!ওষুধের খালি ব্যাগ ফেলে দিলে জন্মাচ্ছে গাছ

বাংলা হান্ট ডেস্ক: এখন চারপাশের অবস্থা ধূধূ মরুপ্রান্তর সম।চারদিকে নেই এক পশলা বৃষ্টিও যার মূল কারণ হিসেবে দাঁড়িয়েছে পরিবেশের প্রতি আমাদের উদাসীনতার কথা।

প্রসঙ্গত কোচবিহার জেলার এক ব্লকের স্বাস্থ্য দফতরের উদ্যোগ নিয়ে প্রশংসায় পঞ্চমুখ স্থানীয় বাসিন্দারা। জানা যাচ্ছে স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি গাছ লাগানোর ক্ষেত্রেও অভিনব ভাবনার পরিচয় দিয়েছে ওই দফতর। রোগীর দরকারি পথ্যের ব্যাগেই স্বাস্থ্যকর্মীরা গাছের বীজ লুকিয়ে রাখার পরিকল্পনা করেছেন। যার ফলে এই ভৌগলিক অস্বাভাবিক পরিবর্তন কতটা রোখা যেতে পারে।

বাংলাদেশ সীমান্তের প্রায় কাছেই রয়েছে হলদিবাড়ি ব্লক।আর কোচবিহার জেলার অন্তর্গত এই ব্লকের স্বাস্থ্য আধিকারিকরা স্থানীয় কুষ্ঠরোগীদের বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন পরিষেবা দেন।এক অভিনব পন্থা আনতে এমন প্রায় ৪২ জন রোগীর হাতে তুলে দেওয়া হয়েছে পরিবেশ বান্ধব কিট। কাগজের তৈরি ব্যাগটিতে মূলত কুষ্ঠ রোগের ওষুধ রাখেন স্বাস্থ্যকর্মীরা। স্বাভাবিকভাবেই ওষুধ শেষ হলে ব্যাগ ফেলে দেওয়াই নিয়ম। ব্যাগটি কাগজের হওয়ায় পরিবেশ দূষণের সম্ভাবনা নেই ঠিকই, কিন্তু যদি পরিত্যক্ত এই ব্যাগটিকেও কাজে লাগানো যায়, সেই ভাবনাই মাথায় ছিল ব্লকের স্বাস্থ্য দফতরের কর্মীদের।দেখা যাক এভাবে আগামী দিনেও কতটা সাফল্যমণ্ডিত হওয়া যেতে পারে।

সম্পর্কিত খবর