পাম্পে নেই পেট্রল, ATM-এ নেই টাকা! দেশের ভয়াবহ অবস্থা তুলে ধরলেন প্রাক্তন পাক ক্রিকেটার

বাংলাহান্ট ডেস্ক : সংবাদের শিরোনাম উঠে এলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ হাফিজ। না, সবুজ ঘাসে নতুন কোনও কীর্তির জন্য নয়, বরং এক বিস্ফোরক ট্যুইট করেই সবার দৃষ্টি আকর্ষণ করলেন এই প্রাক্তন অলরাউন্ডার। নিজের স্পষ্ট বক্তা স্বভাবের জন্য বেশ পরিচিত পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ হাফিজ। সত্যিকে সত্যি এবং মিথ্যাকে মিথ্যা বলতেই নাকি অভ্যস্ত তিনি। আর তিনিই এবার হাটে হাড়ি ভাঙলেন। এই মুহুর্তে পাকিস্তানের সাধারণ মানুষ ঠিক কী অবস্থার মধ্যে আছেন তা একেবারে খুল্লমখুল্লা বলেই দিলেন ট্যুইটারে। সেই সঙ্গে রাজনীতিবিদদেরও একহাত নিলেন তিনি।

তিনি লিখেছেন, ‘লাহোরের কোনও পেট্রল পাম্পে তেল নেই? এটিএমেও নেই টাকা? রাজনৈতিক নেতাদের ভুল সিদ্ধান্তের জন্য কেন ভুগতে হবে সাধারণ মানুষকে?” এমনই প্রশ্নবাণ ছুঁড়েছেন প্রাক্তন পাক ক্রিকেটার। এমনকি তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও বর্তমান প্রধানমন্ত্রীকেও ট্যাগ করেছেন তাঁর বিস্ফোরক ট্যুইট।

মহম্মদ হাফিজের ক্রিকেটে কেরিয়ার বেশ দীর্ঘ। আন্তর্জাতিক ক্ষেত্রেও বেশ নাম করেছিলেন তিনি।আন্তর্জাতিক ক্রিকেটে তিনি প্রায় ১২ হাজার রানের অধিকারী। ২৫০র বেশি উইকেট আছে তাঁর দখলে। এমনকী পাকিস্তানের ক্রিকেট টিমের একসময়ের ক্যাপ্টেনও ছিলেন তিনি। এবার সেই প্রাক্তন ক্রিকেটারই ঝুলি থেকে বেড়াল বের করে পাকিস্তানের বর্তমান পরিস্থিতি তুলে ধরলেন বিশ্ব দরবারে।

শুধু প্রাক্তন ও বর্তমান প্রধানমন্ত্রীকেই যে তিনি ট্যাগ করেছেন এমনটা মোটেই নয়। তিনি একাধিক পাক রাজনীতিবিদকেও টেনে এনেছেন এই ঘটনায়। এদিকে তাঁর এই ট্যুইটকে ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে আন্তর্জাতিক রাজনীতিতে। প্রশ্ন উঠছে তবে কি পাকিস্তানের পরিস্থিতি এতটাই বেসামাল? সময়ই তার উত্তর দেবে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর