তুমুল বৃষ্টি! ২০০০ যাত্রী নিয়ে জলে ডুবে মুম্বই-কোলহাপুর মহালক্ষ্মী এক্সপ্রেস

বাংলা হান্ট ডেস্ক: তুমুল বৃষ্টিতে বেহাল অবস্থা মুম্বাইয়ের৷ জলে ডুবে গিয়েছে রেল লাইন৷ যার জেরে আটকে পড়েছে ২ হাজার যাত্রী সমেত মুম্বই-কোলহাপুর মহালক্ষ্মী এক্সপ্রেস৷ এমনকি জল ও খাবার পর্যন্ত নেই যাত্রীদের কাছে৷

রেল সূত্রের জানা গেছে, বদলাপুর ও ভাঙ্গানির মাঝে রাত ৩টে থেকে আটকে রয়েছে ট্রেনটি৷ ওই জায়গা থেকে ১০০ কিলোমিটারের দূরত্বে রয়েছে মুম্বাই৷ যাত্রীদের উদ্ধারকাজে নামানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৮টি নৌকা, হাত লাগিয়েছে নৌসেনাও৷

মধ্য রেলের জনসংযোগ আধিকারিক সুনীল উদাসি জানিয়েছেন, ইতিমধ্যেই আরপিএফ ও পুলিশ পৌঁছে গিয়েছে ঘটনাস্থলে৷ বিস্কুট, জল দেওয়া হচ্ছে যাত্রীদের৷ তিনি বলেন, ‘আমরা মহালক্ষ্মী এক্সপ্রেসের যাত্রীদের অনুরোধ জানাচ্ছি, দয়া করে কেউ ট্রেন থেকে নামবেন না৷ চারিদিকে জল৷ ফলে ট্রেনই এখন নিরাপদ আশ্রয়৷ পুলিশ, আরপিএফ ও অন্যান্য উদ্ধারকারী দল আপনাদের দেখভাল করার জন্য রয়েছে৷ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর পরামর্শ শুনুন ও ধৈর্য ধরুন৷’

Avatar
Admin

Krishna Chandra Garain, BIET alum, blends mechanical ingenuity with literary finesse. An adept in technical and business content, his words breathe life into concepts. With a background in mechanical engineering, he navigates complexities effortlessly, crafting narratives that enlighten and inspire. A virtuoso of words, Krishna transforms ideas into captivating realities.

সম্পর্কিত খবর