দেখা দিয়েছে চরম খাদ্য সংকট, ভেঙে পড়ার মুখে সকল পরিষেবাও! তালিবান শাসনে দুর্দিন দেখছে আফগানবাসী

বাংলাহান্ট ডেস্কঃ দখল নেওয়ার পর গঠন করেছে নতুন সরকার, আফগানিস্তান (afghanistan) এখন সম্পূর্ণ তালিবানদের (taliban) দখলে। কিন্তু তালিবানরা কবজা করলেও, আফগানিস্তান থেকে দ্রুত শেষ হয়ে যাচ্ছে খাদ্য ও অন্যান্য জীবনদায়ী উপাদান। যার ফলে আফগানিস্তানের মৌলিক পরিষেবার পরিকাঠামো ভেঙে পড়ার মুখে বলে আশঙ্কা করছে রাষ্ট্রসংঘ (UN)।

   

দীর্ঘ ২০ বছর পর ফের আফগানিস্তানের দখল নিয়েছে তালিবানরা। অবশেষে সেদেশ থেকে পিছু হটতে বাধ্য হয়েছে মার্কিন সেনারাও। আমেরিকার সেনারা দেশ ত্যাগ করার পর তালিবানদের উচ্ছ্বাস দিল দেখার মতন। বাজি ফাটিয়ে রীতিমত বিজয়ের উল্লাসে মেতেছিল জঙ্গিরা।

গত ১৫ ই আগস্ট কাবুল দখল নেওয়ার পর, এখন গোটা আফগানিস্তানই তালিবানদের কবলে চলে গিয়েছে। গঠন করেছে নতুন সরকার। প্রথমটায় মোল্লা আবদুল গনি বরাদরকে তালিবানদের প্রধান করা হলেও, পরবর্তীতে প্রধান পদ অধিকার করেন মুল্লাহ হাসান আখুন্দ।

তবে নতুন করে সবকিছু শুরু করলেও, সেদেশে খাদ্য সহ, জীবনধারণের জন্য নানারকম প্রয়োজনীয় উপাদানের সংকট দেখা দিয়েছে। তালিবানী শাসনে ক্রমশ দুর্বিষহ হয়ে পড়ছে আফগানদের জীবনযাত্রা। রাষ্ট্রসংঘের আশঙ্কা, কিছুদিনের মধ্যেই ভেঙ্গে পড়তে পারে আফগানিস্তানের মৌলিক পরিষেবার পরিকাঠামো।

সংবাদ সূত্রে খবর, রাষ্ট্রসংঘের মানবতা বিষয়ক সমন্বয় দফতর জানিয়েছে, আগফানিস্তানে দ্রুতই বিপর্যয় ঘটতে চলেছে। দেখা দিতে পারে খাদ্য সংকট, ভেঙ্গে যেতে পারে স্বাস্থ্য পরিকাঠামো, বড় সংকটের মধ্যে রয়েছে সে দেশের লক্ষ লক্ষ আফগান নাগরিক। আফগানবাসীকে এই সমস্যা থেকে মুক্ত করতে, বিশ্বের দরবারে ৬০ কোটি ডলার অর্থসাহায্য়ের প্রয়োজন- জেনেভার এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন রাষ্ট্রসংঘের মুখপাত্র জেন্স লার্ক।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর