Tiktok এর পর ব্যান হতে পারে Facebook, আশঙ্কা প্রকাশ জুকারবার্গের

বাংলাহান্ট ডেস্কঃ tiktok এর পর ভারতে (india) বন্ধ হতে পারে facebook, এমনই আশঙ্কা প্রকাশ করলেন মার্কিন টেক জায়ান্টের প্রতিষ্ঠাতে মার্ক জুকারবার্গ (mark Zuckerberg) । তার মতে সুরক্ষা ও গোপনীয়তায় কোনো রকম ত্রুটি না থাকা সত্ত্বেও বন্ধ হতে পারে ফেসবুক।

গত ২৯ জুন চিনা অ্যাপে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তি জারি করে ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রক। তথ্যপ্রযুক্তি আইনের 69 ধারা ব্যবহার করে এই অ্যাপ গুলিতে নিষিদ্ধ করা হয় এবং সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় যাতে বলা হয়েছে, দেশের সার্বভৌমত্ব ও সুরক্ষার প্রশ্নে বিপদজনক এই চিনা অ্যাপগুলি।

মার্ক জাকারবার্গের সংস্থা ইতিমধ্যেই বিভিন্ন দেশে জাতীয় সুরক্ষা প্রশ্নে সরকারের সাথে লড়ছে৷ বিদ্বেষমূলক মন্তব্য থেকে নির্বাচন বিভিন্ন দেশে নানা রকম ইস্যুর মুখোমুখি হতে হচ্ছে ফেসবুককে। সেখান থেকেই আশঙ্কা করা হচ্ছে, ভারতেও টিকটকের মতো জাতীয় নিরাপত্তা প্রশ্নে ফেসবুক বন্ধ হয়ে যেতে পারে৷

যদিও ভারতে এখনো সেভাবে কোনো সমস্যার মুখোমুখি হয়নি মার্কিন টেক জায়ান্ট ফেসবুক। তবে তবে বিশ্বের অন্যান্য সরকারের সঙ্গে অবস্থা বিবেচনা করে ভারতে তাঁদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা সম্পূর্ণ ভুল নয়। ফেসবুকের পাশাপাশি হোয়াটসঅ্যাপ নিয়েও উঠছে প্রশ্ন৷ হোয়াটসঅ্যাপ এই মুহুর্তে ফেসবুকের সাথে যুক্ত৷ তাই ফেসবুক ভারত সরকারের ব্যানের মুখে পড়লে হোয়াটসঅ্যাপের ভবিষ্যৎ নিয়েও স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে।

 

সম্পর্কিত খবর