ভ্যাকসিনের দুটি ডোজ নিলেই নগদ ৫০০০ টাকা দেবে সরকার! ভাইরাল হল বিজ্ঞপ্তি

বাংলা হান্ট ডেস্কঃ বিগত আড়াই বছরের উপর সময় ধরে দেশে ক্রমশ থাবা বসিয়ে চলেছে করোনা (Corona) মহামারী। এর প্রভাবে ইতিমধ্যেই বহু দেশবাসী আক্রান্ত হয়েছেন, একইসঙ্গে প্রাণ হারিয়েছেন অনেকেই। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শেষে বর্তমানে চতুর্থ ঢেউয়ের পথে গোটা দেশ। ইতিমধ্যেই করোনার কেস বাড়তে শুরু করেছে আর এর মাঝেই সোশ্যাল মিডিয়া (Social Media) একটি পোস্ট বহুল পরিমাণে ভাইরাল হয়ে চলেছে। ভাইরাল পোস্টটির যারা জানানো হয়েছে যে, এখনো পর্যন্ত যে সকল মানুষ ভ্যাকসিনের (Covid Vaccine) দুটি ডোজ সম্পন্ন করে ফেলেছেন, তাদের সকলকে সরকারের তরফ থেকে ৫০০০ টাকা করে পুরস্কার দেওয়া হবে। যা নিয়ে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা দেশে। এই খবর আদৌ সত্য কিনা, তা নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে।

উল্লেখ্য, বর্তমান সময়ে দাঁড়িয়ে গোটা দেশে কোটি কোটি মানুষ ভ্যাকসিনের দুটি ডোজ সংগ্রহ করেছেন। সম্প্রতি করোনার চতুর্থ ঢেউয়ের হাত থেকে বাঁচার জন্য বুস্টার ভ্যাকসিন দেওয়াও শুরু করেছে কেন্দ্র সরকার। এর মাঝে সোশ্যাল মিডিয়ায় ৫০০০ টাকা করে প্রদান করার খবরটি সকলকে হতচকিত করে দিয়েছে। সোশ্যাল মিডিয়া ভাইরাল পোস্ট দিতে জানানো হয়েছে, “যারা করোনার দুটি ভ্যাকসিন পেয়ে গিয়েছেন, তাদেরকে কেবল একটি ফর্ম ফিলাপ করতে হবে আর তা করতে পারলে সরকারের তরফ থেকে পাঁচ হাজার টাকা প্রদান করা হবে সকলকে।”

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এই মেসেজটি সর্বত্র ভাইরাল হয়ে চলেছে। সকলের টাইমলাইনে এসেছে এই নিউজটি। তবে এটি সত্য না মিথ্যা? আসলে ভাইরাল এই খবরটি সম্পূর্ণরূপে ভুয়ো! সম্প্রতি পিআইবি একটি টুইট করে সম্পূর্ণ ঘটনায় প্রসঙ্গে আলোকপাত করে। তাদের দাবি, “একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলা হয়ে চলেছে যে, কোভিড ভ্যাকসিনপ্রাপ্ত মানুষেরা একটি অনলাইন ফর্ম ফিলাপের মাধ্যমে সরকারের তরফ থেকে ৫০০০ টাকা করে পাবে। তবে এটি সম্পূর্ণ ভুয়ো খবর। এই মেসেজটি কেউ ফরওয়ার্ড করবেন না।”

তারা আরো জানিয়েছে যে, সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যে এরকম খবর ভাইরাল হয়ে থাকে। তবে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। শেয়ার করা থেকে বাঁচার পাশাপাশি অন্যান্য মানুষকেও সচেতন করা প্রয়োজন। কারণ, এইসকল পোস্টের দ্বারা অনেকেই তাদের সকল পার্সোনাল তথ্য এবং টাকা-পয়সা দেওয়ার মাধ্যমে সমস্যার সম্মুখীন হতে পারেন। এমনকি পরবর্তীকালে এসকল খবর গুলি ভাইরাল হতে থাকলে তা এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে PIB। একইসঙ্গে এহেন পোস্ট দেখতে পেলে তা তাদের কাছে চেক করানোর বিষয়েও নির্দেশ দেয় তারা।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর