শিলিগুড়ি থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা! আসল কারন জানাল বিজ্ঞানীরা

বাংলাহান্ট ডেস্কঃ কাঞ্চনজঙ্ঘা (Kanchenjanga) থেকে শিলিগুড়ির (Siliguri) দূরত্ব ১১১ কিলোমিটার। এতদূর থেকে খালি চোখে কাঞ্চনজঙ্ঘা দেখা অসম্ভব বলেই এতদিন জানত সকলে। কিন্তু স্থানীয়দের দাবি উত্তরবঙ্গের শিলিগুড়ি শহর থেকে খালি চোখেই স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল শিলিগুড়ি থেকে তোলা ছবিও

IMG 20200508 153908

এর আগেও জলন্ধর থেকে হিমালয় পর্বত দেখতে পাওয়ার ছবি ভাইরাল হয়েছিল। হিমালয় থেকে পাঞ্জাবের এই শহরের দূরত্ব কমপক্ষে ২০০ কিলো মিটার। কিন্তু এত দূর থেকে কিভাবে দেখা যাচ্ছে হিমালয়? কি জানাচ্ছেন বিজ্ঞানীরা? আসুন জেনে নি

বিজ্ঞানীরা জানাচ্ছেন এর পেছনে রয়েছে লকডাউন। করোনা সংক্রমণ ছড়িয়ে পড়া আটকাতে এই মুহুর্তে গোটা দেশে চলছে তৃতীয় পর্যায়ে লকডাউন। ইতিমধ্যেই আমরা লকডাউনের ষষ্ঠ সপ্তাহে পা দিয়ে ফেলেছি। দীর্ঘ লকডাউনের কারনে কমেছে দূষন।

পরিসংখ্যান বলছে, এই মুহুর্তে দেশে কমেছে বিদ্যুৎ এর চাহিদা। যার ফলে কয়লা পুড়িয়ে তাপ বিদ্যুৎ উৎপাদন ৩২.৮ শতাংশ কমে গিয়েছে। ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (NASA) সুপার কম্পিউটারগুলি দ্বারা উত্পন্ন আবহাওয়ার (Weather) মানচিত্রগুলি দেখায় যে এই বছর ভারতে দূষণ ছিল গত বছরের একই সময়ের তুলনায় এ বছর যথেষ্ট কম।

পার্টিকুলেট ম্যাটার (পিএম) কম হলে নীল হল স্কেলের নীচের প্রান্ত, এবং এটি যত বেশি হয় – তত লাল হয়। গত বছর, ভারতে 30 মার্চ 2019 তে লালচে রঙের তুলনায় , এই বছর আকাশ বেশিরভাগই নীল দেখায়। এমনকি মাটি থেকেও আকাশ যথেষ্টই নীল দেখা যাচ্ছে।

কিছুদিন আগেই সামাজিক মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছিল মুম্বাইয়ের পরিষ্কার নীল আকাশের ছবি। যা স্পষ্ট প্রমাণ করে দূষণ এর করাল গ্রাস কাটিয়ে উঠছে বাণিজ্য নগরী। পাশাপাশি রাজধানী শহর দিল্লিতে a.q.i এর স্তর উল্লেখযোগ্যভাবে কমেছে।

 

সম্পর্কিত খবর