ফের পর্দাফাঁস ব্যাপক জালিয়াতির, কাঁড়ি কাঁড়ি টাকার আর্থিক কেলেঙ্কারিতে গ্রেফতার তৃণমূল নেতা

বাংলাহান্ট ডেস্ক : রাজ্য জুড়ে প্রতারণা চক্র যেন দিন দিন বেড়েই চলেছে। মধ্যমগ্রামেও (Madhyamgram) ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণা চক্রের ফাঁদ পেতে বসেছিল জালিয়াতরা। ভুয়ো কল সেন্টার খুলে জালিয়াতির কারবার রমরমিয়ে চলছিল। কম সুদে ঋণের প্রস্তাব দিয়ে মোটা টাকা লুট করা হত বলে অভিযোগ উঠেছে। সেই প্রতারণা চক্রের পর্দা ফাঁস করল পুলিশ।

আর এবার সেই জালিয়াতির ক্ষেত্রে উঠে এল শাসক দলের নাম। ইতিমধ্যেই হাতেনাতে গ্রেফতার করা হয়েছে তৃণমূল ছাত্র পরিষদ (Trinamool Chatra Parishad) নেতা অভিজিৎ সাহাকে। এমনকি, মৌমিতা দাস হাজরা নামেও এক টেলি কলারকেও পাকরাও করেছে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, প্রতারণা চক্রের অন্যতম পাণ্ডা ধৃত টিএমসিপি নেতা। তিনিই কল সেন্টারটি চালাতেন।

   

আরোও পড়ুন : মেঘলা আকাশ, কেমন থাকবে রাখি পূর্ণিমার দিন বাংলার আবহাওয়া! দক্ষিণবঙ্গের কোথায় বৃষ্টি? রইল আপডেট

তবে, এই দুর্নীতির সঙ্গে আরোও কারা কারা জড়িত রয়েছে সেই বিষয়েও পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, বনগাঁর এক বাসিন্দা বনগাঁ সাইবার ক্রাইম সেলে কিছুদিন আগে অভিযোগ করেন যে, ওই ভুয়ো কল সেন্টার থেকে ফোন করে ঋণ পাইয়ে দেওয়ার নাম করে তার থেকে ২৭ হাজার টাকা নেওয়া হয়। বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রায় ২০-২৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।

online gaming platform scam

এরপরেই ওই ব্যক্তির অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার রাত থেকে আসলে নামে পুলিশ। প্রথমে টেলিকলার মৌমিতাকে ধরার পরেই সাইবার ক্রাইম সেলের আধিকারিকরা তাকে জেরা শুরু করেন। এরপরেই তিনি ওই ধৃত তৃণমূল নেতার নাম করেন। অভিজিৎ ও মৌমিতা দুজনকেই আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হবে বলেই জানা গিয়েছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর