সত্যিই কী মমতা সরকারের দেওয়া ‘বঙ্গবিভূষণ” সম্মান ফিরিয়েছেন অমর্ত্য সেন? মুখ খুললেন মুখ্যসচিব

বাংলাহান্ট ডেস্ক : বেশ কয়েক দিন আগেই রটে যায় বঙ্গবিভূষণ সম্মান নেবেন না নোবেলজয়ী অমর্ত্য সেন (Amartya Sen)। এই সম্মান নিতে অস্বীকার করেছেন তিনি। তাঁর পরিবার সূত্রে জানা যাচ্ছে, এই মুহূর্তে বিদেশে রয়েছেন তিনি। এখনই দেশে ফেরার কোনও সম্ভাবনাও নেই। তাই রাজ্য সরকার প্রদত্ত এই সম্মান তিনি নিতে অক্ষম। তবে পুরস্কার না নেওয়ার কোনও সুঠিক কারণ এখনও জানাননি নোবেল জয়ী। গতকাল সোমবার নজরুল মঞ্চে (Nazrul Mancha) অনুষ্ঠানে রাজ্যের পক্ষ থেকে এই ভুল ধারণাকে ভাঙেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদ্বী (Harikrishna Dwivedi)। অমর্ত্য সেনের বঙ্গবিভূষণ সম্মান গ্রহন না করা নিয়ে কিছু সংবাদমাধ্যম ভুল খবর ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এদিন সভার মঞ্চ থেকে মুখ্যসচিব বলেন, ‘নোবেলজয়ী অধ্যাপক অমর্ত্য সেনের বঙ্গবিভূষণ নিয়ে কিছু সংবাদমাধ্যম ইচ্ছাকৃত ভুল খবর পরিবেশন করছে। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে থেকে জানাতে চাই গত ১৪ জুলাই আমরা অধ্যাপক সেনের সঙ্গে যোগাযোগ করি। তখন তিনি শান্তিনিকেতনে ছিলেন। কোভিডে আক্রান্ত ছিলেন। তাঁর সঙ্গে দুবার যোগাযোগ করা হয়। তাঁর কন্যার সঙ্গেও আমাদের এই বিষয়ে কথা হয়েছে। অমর্ত্য সেন বিনয়ের সঙ্গে আমাদের জানান, তিনি ২৫ জুলাই বিদেশে থাকবেন। শরীরও ঠিক নেই। তাই এই পুরস্কার অন্য কাউকে দেওয়া হোক।’

সোমবার নজরুল মঞ্চে রাজ্য সরকারের পক্ষ থেকে ২০২২–এর বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ এবং মহানায়ক সম্মান দেওয়া হলো সমাজের বিশিষ্ট ব্যক্তিদের। বঙ্গবিভূষণ পেলেন নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক বিকাশ সিনহা, পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়, জাস্টিস জ্যোতির্ময় ভট্টাচার্য, শ্রী রাধেশ্যাম গোয়েঙ্কা, শ্রী হর্ষবর্ধন নেওটিয়া, শ্রী বাসুদেব বন্দ্যোপাধ্যায়, শ্রী কুমার শানু, শ্রী অভিজিৎ ভট্টাচার্য, পণ্ডিত দেবজ্যোতি বসু, আবুল বাশার, শ্রী দেবশংকর হালদার, শ্রী অশোক দাশগুপ্ত, অধ্যাপক কৌশিক বসু, মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব, ইস্টবেঙ্গল ক্লাব, মহমেডান স্পোর্টিং ক্লাব।

বঙ্গভূষণ সম্মান পেয়েছেন শ্রী রূদ্র চট্টোপাধ্যায়, ডাঃ মণিময় বন্দ্যোপাধ্যায়, ডাঃ যোগীরাজ রায়, শ্রী মনোরঞ্জন ব্যাপারী, অধ্যাপক মহেন্দ্রনাথ রায়, শ্রী শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, শ্রী ভরত ছেত্রী, শ্রী রবিবালা টুডু, শ্রী জিৎ গাঙ্গুলি, শ্রী সৃজিত মুখোপাধ্যায়, শ্রী দীপক অধিকারী, শ্রীমতী ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রীমতী ইন্দ্রাণী হালদার, শ্রী দেবাশিস ভট্টাচার্য, শ্রী জয়ন্ত ঘোষাল, শ্রীমতী কৌশিকী চক্রবর্তী, শ্রী ঋদ্ধিমান সাহা, শ্রীমতী ইমন চক্রবর্তী, শ্রীমতী জুন মালিয়া, শ্রীমতী লীনা গঙ্গোপাধ্যায়। পাশাপাশি মহানায়ক সম্মান দেওয়া হয়েছে সোহম চক্রবর্তী ও নুসরত জাহানকে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর