fbpx
টাইমলাইনবিনোদন

রণবীর কাপুরের পার্টিতে গিয়ে করোনা পজিটিভ করন জোহর! সত‍্যিটা জানালেন ঋদ্ধিমা

বাংলাহান্ট ডেস্ক: অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্য, আরাধ‍্যা সহ প্রায় গোটা বচ্চন পরিবার, অনুপম খেরের মা পরপর করোনা (corona) আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে বলিউডে। হঠাৎ মারণ ভাইরাসের এত বাড়বাড়ন্ত দেখে অনেকেরই ধারনা এবার ফিল্ম ইন্ডাস্ট্রিকে কবজা করার চেষ্টায় করোনা।
এমতাবস্থায় হঠাৎ একটি টুইটে রীতিমতো চাঞ্চল‍্য সৃষ্টি হয় নেটদুনিয়ায়। টুইটে বলা হয় পরিচালক করন জোহর (karan johar), রণবীর কাপুর এবং নীতু কাপুর তিনজনের শরীরেই পাওয়া গিয়েছে করোনার অস্তিত্ব। অমিতাভ বচ্চনের নাতি অগ‍্যস্ত নন্দা নীতু কাপুরের জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন। সেখান থেকেই সংক্রমিত হন তাঁরা।


বচ্চন পরিবারের করোনা আক্রান্ত হওয়ার খবরের পর আগুনের মতো ছড়িয়ে পড়ে এই টুইট। আসলে ৮ জুলাই নীতু কাপুরের জন্মদিনে ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের ডেকে বাড়িতেই ছোটখাট পার্টির আয়োজন করছন রণবীর ও তাঁর দিদি ঋদ্ধিমা। সেখানে আমন্ত্রিত ছিলেন করন জোহরও। এছাড়াও উপস্থিত ছিলেন ঋদ্ধিমার মেয়ে সমারা সাহনি ও অমিতাভের নাতি অগ‍্যস্ত নন্দা।
শনিবার অমিতাভ ও অভিষেকের করোনা পজিটিভ হওয়ার খবরের পর থেকেই ভুয়ো খবর ছড়াতে থাকে রণবীর, করন ও নীতু কাপুরও করোনা সংক্রমিত হয়েছেন। এরপরেই এই ভুয়ো খবরের বিষয়ে সরব হন ঋষি কাপুর কন‍্যা ঋদ্ধিমা।
ওই ভুয়ো টুইটটির স্ক্রিনশট নিজের ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করে ঋদ্ধিমা লেখেন, ‘প্রচার পাওয়ার এত ইচ্ছা? অন্তত যাচাই তো করে দেখতেন আগে। আমরা সম্পূর্ণ সুস্থ। ভুয়ো খবর ছড়ানো বন্ধ করুন।’

প্রসঙ্গত, এখন মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন অমিতাভ ও অভিষেক। অমিতাভের স্বাস্থ‍্য আগের তুলনায় বেশ কিছুটা ভাল আছে বলে খবর হাসপাতাল সূত্রে। ঐশ্বর্য ও আরাধ‍্যাকে বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে। সম্প্রতি জানা গিয়েছে, অমিতাভের বাড়ির ২৬ জন কর্মচারীর সকলেরই করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে

Back to top button
Close