ভারতে এলে জেলে ঢুকতে হতে পারে নোবেলকে, FIR দায়ের ত্রিপুরায়

বাংলাহান্ট ডেস্ক : ভারতে (India) আসলেই সারেগামাপা খ্যাত নোবেলকে(Nobel) গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে ত্রিপুরা পুলিশ। কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে খারাপ মন্তব্য করেন বাংলাদেশের বিতর্কিত গায়ক মইনুল হাসান নোবেল। আর এরপরে তাকে নিয়ে এক এক জনের এক এক মত।

সারেগামাপা থেকে কেরিয়ার শুরু হয় নোবেলের

শুরু থেকেই অনেক বেশি বিতর্কেই জড়িয়েছেন মঈনুল আহসান নোবেল। সারেগামাপা থেকে তার কেরিয়ার শুরু হয়। অশালীন মন্তব্য থেকে ধর্ষণের অভিযোগে বিতর্কে জড়িয়েছেন তিনি। কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করেন ওই গায়ক। পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট ডেকে পাঠিয়েছে কিছুদিন আগেই। কিন্তু এর পরেও নোবেল চুপ করেনি। প্রথম থেকেই সে একের পর এক মন্তব্য করে যায়। আর এরপরে তার খারাপ মন্তব্যের শিকার হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা র‌্যাবের অফিসাররা তাঁকে জেরা করেন।

IMG 20200528 WA0028

একের পর এক বিতর্ক জড়ায় নোবেল

এর আগে অবশ্য তার খারাপ মন্তব্য ছিলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে ঘিরে। কিন্তু এবার নরেন্দ্র মোদিকে নিয়ে মন্তব্য করায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ত্রিপুরার বিলোনিয়ার যুবক সুমন পাল।

সম্পর্কিত খবর