চলে গেলেন তেলেগু কমেডি অভিনেতা ভেনু মাধব।

বাংলা হান্ট ডেস্ক:তেলুগু কমেডি অভিনেতা ভেনু মাধব লিভারের অসুস্থতায় আক্রান্ত হয়ে গতকাল(25 সেপ্টেম্বর) বিকেলে সন্ধে 12: 21 মিনিটে সেকান্দ্রাবাদের একটি বেসরকারী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।  গতকাল শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাকে ভেন্টিলেটারে রাখা হয়েছিল।কিন্তু শেষ পর্যন্ত করা যায়নি শেষ রক্ষা।মিমিক্রি শিল্পী হিসাবে তাঁর কেরিয়ার শুরু করা ভেনু মাধব ১৯৯ 1996 সালে তাঁর প্রথম চলচ্চিত্রসম্পর্দায় কৌতুক অভিনেতা হয়েছিলেন। পবন কল্যাণের থোলি প্রেমাতে ব্যতিক্রমী কৌতুক করার সময় তাঁর বড় বিরতি আসে।

ভেনু মাধবের মৃত্যুর খবরে শোক ছড়িয়ে পড়েছে তেলেগু ছবি মহলে এবং ভক্তদের মধ্যেও। তেলুগু ছবির অন্যান্য অনেক অভিনেতা এবং ভক্তরা নিজেদের টুইটার হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন।  ননী, গোপীচাঁদ মালিনেনি, বরুণ তেজ সহ বেশ কয়েকটি অভিনেতা সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে মেধাবী অভিনেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

ভেনু মাধবের পরিবারের প্রতি সমবেদনা জানাতে মহেশ বাবু নিজতিনি লিখেছেন, “ভেনু মাধব গারুর মৃত্যুর কথা শুনে অত্যন্ত দুঃখ হয়েছে। তাঁর আত্মা শান্তিতে থাকুক। তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।”নানি, যার সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি গ্যাং লিডার সফল্য পেয়েছে  , তিনি রাধা গোপালামে ভেনু মাধবের সাথে কাজ করার কথা মনে করে একটি আন্তরিকতায় ভরা নোট লিখেছেন।  তিনি লিখেছেন, “আমার মনে আছে রাধা গোপালামের সময় যখন ভেনু মাধব গারু ফ্রেমে ছিলেন তখন আমি আমার  হাসিটি কতটা নিয়ন্ত্রণ করেছিলাম। তাঁর শক্তি এবং সময় অপরিসিম। ইশ্বর তাঁর আত্মাকে এবং পরিবারকে শান্তি দিক” তিনি তাদের প্রতি গভীর গভীর সমবেদনা জানান বরুণ তেজ তার পক্ষ থেকে টুইটারে ভেনু মাধবের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

সম্পর্কিত খবর