ফণীর পর এবার মহাসেন,৭২ ঘন্টায় আছড়ে পড়বে মহাসেন

বাংলা হান্ট ডেস্ক:কিছুদিন আগেই ফোণী এসে তছনছ করে দিয়েছিল ওড়িশা। ক্ষয়ক্ষতির প্রভাব কাটিয়ে না উঠতেই আবার সর্তকতা জারি করলো আবহাওয়া দপ্তর। ৭২ ঘণ্টার মধ্যে উত্তর-পূর্ব ভারতে আজ সে পড়তে পারে মহাসেন।

আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে,মহাসেনের প্রভাবে অসম মেঘালয় মণিপুর নাগাল্যান্ড মিজোরাম ও ত্রিপুরা প্রবল বজ্রবিদ্যুৎ সহ ঝড় হতে পারে। আবহাওয়াবিদরা মনে করছেন ঝড়ের গতিবেগ থাকবে ঘণ্টায় ৭০ কিলোমিটার।

a4c73 cyclone fani pti 1557946885মহাসেন বাংলাদেশের হয়ে মায়ানমারে প্রবেশ করতে পারে। আগামী তিন দিন উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভারী ঝড়-বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে।প্রশাসনের তরফ থেকে বিপর্যয় মোকাবিলা দপ্তর কে তৈরি থাকতে বলা হয়েছে।

সম্পর্কিত খবর