LiVE FANi Bengal ফনীর তান্ডব শুরু জেলা জুড়ে, শুরু হয়েছে বৃষ্টি

ইন্দ্রানী সেন, বাঁকুড়া:‘ফণি’র প্রভাবে সকাল থেকেই বাঁকুড়াজেলার আকাশ মেঘলা। ভোর থেকেই ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়। দুপুর বারোটার পর থেকে দফায় দফায় বৃষ্টির জোর বেড়েছে। সাথে ঝোড়ো হাওয়া। বাঁকুড়ার ইন্দাস ব্লক এলাকায় বারোটার পর থেকেই লোডশেভিং।

খুব জরুরী প্রয়োজন ছাড়া মানুষ বাড়ির বাইরে বেরোচ্ছেন না। পথে নামা যানবাহন গুলিতেও এদিন যাত্রী সংখ্যা হাতে গোনা।  ‘ফণি’র সতর্কতা হিসেবে ইতিমধ্যেই বাঁকুড়া জেলা ও  ব্লক প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ।

লিফটে বিলি করে ও মাইকে বিভিন্ন সতর্কতা মুলক প্রচার। ছুটি দেওয়া হয়েছে স্কুল গুলিতে। সাধারণ মানুষের কাছে প্রশাসনের তরফে অযথা আতঙ্কিত না হওয়ার ও গুজবে কান না দেওয়ার ও আবেদন করা হয়েছে।ঘন্টায় ঘন্টায় পরিস্থিতির উপর নজর রাখছেন প্রশাসন।

সম্পর্কিত খবর