ভাড়া বিতর্ক: বাসের ভাড়া বৃদ্ধির সিধান্ত মমতা ব্যানার্জীর উপর ছাড়লেন বাসমালিকেরা

বাংলাহান্ট ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর (Mamata Banerjee) উপরেই বাসমালিকরা বাস ভাড়া বাড়ানোর বিষয়টি ছেড়ে দেন। বাস মালিকেরা জানান, সোমবার থেকে পথে নামাতে পারবে না বেসরকারি বাস। বৈঠকের পর জানালেন বাস সংগঠনের একাংশ। ভাড়া বৃদ্ধির দাবিতে অনড় বাস মালিকের একাংশ। পুরনো ভাড়া বাস চালানো অসম্ভব, সাফ জানিয়ে দিল বেসরকারি বাস মালিক সংগঠন। ২৪ ঘণ্টার খবর অনুযায়ী, ভাড়া বাড়ানো নিয়ে সিদ্ধান্ত নিতে রবিবার বেসরকারি বাস মালিক সংগঠনগুলি বৈঠকে বসে। কিন্তু কত টাকা ভাড়া বাড়ানো হবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেননি বাসমালিকরা। বাসভাড়া বাড়ানোর বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উপরেই ছেড়ে দেন বাস মালিকরা। রাজ্য সরকারের কাছে ভাড়া নির্ধারণের দাবি জানিয়েছে তাঁরা। মঙ্গলবার পরিবহন দপ্তরে এনিয়ে স্মারকলিপির জমা দেবেন মালিকরা।

   

বাসমালিকদের বৈঠকের নির্যাস

ভাড়া বাড়ানো নিয়ে সিদ্ধান্ত নিতে রবিবার বেসরকারি বাস মালিক সংগঠনগুলি বৈঠকে বসে। কিন্তু কত টাকা ভাড়া বাড়ানো হবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেননি বাসমালিকরা। বাসভাড়া বাড়ানোর বিষয়টি মুখ্যমন্ত্রীর ওপরেই ছেড়ে দেন বাস মালিকরা।

বাসমালিক সংগঠনের নেতার বক্তব্য

এ প্রসঙ্গে মিনিবাস ইউনিয়নের যুগ্ম সম্পাদক প্রদীপ নারায়ণ বসু বলেন, “আমরা অনুরোধ জানাই মুখ্যমন্ত্রীর কাছে, তিনিই যেন বাসভাড়া ঠিক করে দেন। আমরাও অসহায়। ‘ফুল সিটিং’এ গাড়ি চালিয়েও সাত টাকা, আট টাকা ভাড়ায় গাড়ি চালানো অসম্ভব হয়ে যায়। আর এই ভাড়ায় ওত কম যাত্রী নিয়ে তো গাড়ি চালানো অসম্ভব।” তিনি আরও বলেন, “১০ লক্ষ টাকার বিমা রয়েছে। তারওপর ট্যাক্স মুকুবের নোটিফিকেশনও হইনি এখনও। আমরাও অসহায়। কেন্দ্রীয় সরকার কেন পরিবহণের জন্য প্যাকেজ ঘোষণা করছে না?”

মুখ্যমন্ত্রীর কাছে বেসরকারি বাস মালিকদের দাবি

বৈঠকের সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীকে জানাবেন বাস মালিকরা। বৈঠকে আরও স্থির হয়েছে
যাত্রীদের সুরক্ষার দায়িত্ব পুলিসকে নিতে হবে। বাস কর্মীদের গ্লাভস, মাস্ক ও স্যানিটাইজার সরকারকে দিতে হবে। বাস কর্মীদের সুরক্ষার দায়িত্বও সরকারকে নিতে হবে। সোমবার থেকে নামছে না বেসরকারি বাস, মিনিবাস।

আগামী মঙ্গলবার ফের কসবায় পরিবহণ দফতরের দাবিদাওয়া নিয়ে স্মারকলিপি দেবেন বাসমালিকরা। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী ১ জুন থেকে বেসরকারি বাস, মিনিবাস চালানোর নির্দেশ দিয়েছিলেন। তাঁর ঘোষণা মোতাবেক, বাসে যত আসন, ঠিক ততজনই যাত্রী উঠতে পারবেন। বাসে দাঁড়িয়ে যাওয়ার অনুমতি দেননি মুখ্যমন্ত্রী। আর সেই অল্প সংখ্যক যাত্রী নিয়েই পুরনো ভাড়ায় চলতে নারাজ বেসরকারি বাস মালিকরা।

সম্পর্কিত খবর