উত্তরপ্রদেশে ভোটের আগে নয়া সমীকরণ! যোগীর সঙ্গে গোপন আঁতাতের ইঙ্গিত কৃষক নেতা রাকেশ টিকাইতের

বাংলাহান্ট ডেস্কঃ তবে কি ঘুরতে চলেছে কৃষক আন্দোলনের মোড়? এবার কি তবে সমঝোতার পথে? লখিমপুর খেরির ঘটনায় উত্তরপ্রদেশের পুলিশ এবং প্রশাসনের পাশে কৃষক নেতা রাকেশ টিকায়েতকে (rakesh tikayat) দেখতে পাওয়া এবং তারপর বুধবার তাঁর বাবা মহেন্দ্র টিকায়েতের জন্মদিনে শুভেচ্ছা বার্তা সহ মুখ্যমন্ত্রী যোগীর ট্যুইট- সবমিলিয়ে বেশ একটা অন্য গন্ধই পাচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।

বিগত দেড় বছর ধরে দিল্লী সীমান্তে চালিয়ে যাওয়া কৃষক আন্দোলনের পরবর্তীতে বর্তমান সময়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সুরে সুর মেলাতে দেখা গেল রাকেশ টিকায়েতকে। আর এই বিষয়টা তখন প্রকাশ্যে এল, যখন লখিমপুরে কৃষকদের পিষে দেওয়ার ঘটনায় উত্তপ্ত রয়েছে গোটা দেশ। তবে এখন প্রশ্ন উঠছে, তবে কি বিশেষ কিছুর বিনিময়ে সুর বদলেছেন উত্তরপ্রদেশের এই কৃষক নেতা রাকেশ টিকায়েত?

জানা গিয়েছে, প্রথমে লখিমপুরের মৃত কৃষকদের দেহ সৎকার করতে রাজী না হলেও, তাঁর বোঝানোতে অবশেষে রাজী হয় ওই কৃষক পরিবারগুলো। এমনকি প্রত্যেক কৃষকদের বাড়ি গিয়ে বোঝানোর পাশাপাশি, মৃতদের পরিবারকে ৪৫ লক্ষ টাকা-সহ বিভিন্ন ক্ষতিপূরণ দেওয়া, সৎকারের ব্যবস্থা, ধর্না উঠিয়ে দেওয়ার বিষয়ে উত্তরপ্রদেশের পুলিশ এবং প্রশাসনের পাশে দেখা গিয়েছিল রাকেশ টিকায়েতকে।

প্রসঙ্গত, রাকেশ টিকায়েতের বাবা মহেন্দ্র টিকায়েতের জন্মদিনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ট্যুইট করে লেখেন, ‘কৃষকদের ভালোর জন্য আজীবন সংঘর্ষ করে যাওয়া জনপ্রিয় চৌধরি মহেন্দ্র সিংহ টিকায়েতজির জন্মদিনে, তাঁকে আমার পক্ষ থেকে অনেক শ্রদ্ধা জানাই। অন্নদাতাদের জীবনে সুখ-সমৃদ্ধি আনার জন্য আপনার এই প্রচেষ্টা যথার্থ প্রশংসনীয়। এই বিষয়ে আপনার স্বপ্নকে বাস্তবের রূপ দিতে উত্তরপ্রদেশ সরকার প্রতিজ্ঞাবদ্ধ রয়েছে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর