এবার বাড়ি বসেই ফসল বিক্রি, কৃষকদের জন্য অভিনব সুবিধা নিয়ে এল কেন্দ্র

বাংলাহান্ট ডেস্কঃ কৃষক দের জন্য অভিনব সুবিধা নিয়ে আসলো মোদি সরকার। কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছে, এবার থেকে কৃষকদের আর তাদের ফসল বাজারে আনার দরকার নেই। এখন ফসল বিক্রি করা যাবে কৃষকের নিজের গ্রামে বসেই, অনলাইনে ফসল কিনে গ্রাম থেকেই তুলে নেওয়া হবে এবার।

জানা যাচ্ছে, কৃষকদের সুবিধার জন্য সরকার কৃষি বিপণন প্ল্যাটফর্ম ই-এনএম-এ নতুন সফ্টওয়্যারটির মাধ্যমে সরকার এই ব্যবস্থা করেছে। এর মাধ্যমে কৃষকদের তাদের ফসল, শাকসব্জী, ফল তাদের বাড়ির কাছে একটি স্বীকৃত গুদামে রাখতে হবে এবং সেই প্রাপ্তির ভিত্তিতে, কৃষক তার পণ্যটি ই-প্ল্যাটফর্মে ক্রয়-বিক্রয় করতে পারবে।

কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার মতে, এর ফলে সবথেকে লাভবান হ’ল কৃষকরা। কৃষকদের বাজারে যেতে হবে না। তাদের পরিবহণ বাবদ খরচ কমবে৷ পাশাপাশি দেশের যে কোনো জায়গায় তারা তাদের উৎপাদিত ফসল, সব্জি বা ফল বিক্রি করতে পারবে। এছাড়া গুদামজাত শস্যের ওপর কৃষক ঋণ ও পাবেন। এ ছাড়া কৃষকদের কাছ থেকে ফসল কেনা কৃষক উত্পাদন সংস্থা (এফপিও) গুদাম থেকেই ফসল কিনতে পারবে। এটি কৃষককে ভাল গ্রাহক পেতে সাহায্য কবে। শস্যের চাহিদা ও জোগানের পার্থক্য কম হবে। ব্যয়ও কম হবে।

পাশাপাশি , সরকার ওলা, উবার, টাইপ অ্যাগ্রিগেটর পরিষেবাও 3,75,000 ট্রাক নিয়ে চালু করেছে, যাতে ফসলটি এক রাজ্য থেকে অন্য রাজ্যে প্রেরণ করা যায়। দেশের 16 টি রাজ্য এবং ২ টি কেন্দ্রশাসিত অঞ্চল-এর মান্ডিগুলি ই-নাম দ্বারা সংযুক্ত রয়েছে, বর্তমানে মোট ৫৮৫ টি মান্ডি সংযুক্ত রয়েছে এবং আরও ৪১৫ টি যোগ করা হবে খুব শীঘ্রই ।

সম্পর্কিত খবর