মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ন্যায় বিচার পেল কৃষকরা, নতুন কৃষি আইনের আওতায় ফসল কিনতে বাধ্য হল কোম্পানি

বাংলাহান্ট ডেস্কঃ দেশজুড়ে কৃষকরা কৃষি বিলের প্রতিবাদে একদিকে যেমন বিক্ষোভে সামিল হয়েছে, তেমনই অন্যদিকে মধ্যপ্রদেশের (madhya pradesh) কৃষকরা এই আইনের পক্ষে দাঁড়িয়েছেন। শুধুমাত্র এই আইনের পক্ষেই নয়, তারা এই আইনের সুবিধা পেতেও শুরু করেছে।

   

হোসঙ্গাবাদ জেলায় কৃষকরা মাত্র ২৪ ঘন্টার মধ্যেই এই আইনের সুবিধা পেতে শুরু করেছে। সে সংস্থা ফসল কেনার চুক্তি করেছিল, তারা ফসল কিনতে শুরু করে দিয়েছে। ধারণা করা হচ্ছে, কেন্দ্র সরকারের পেশ করা নতুন কৃষি আইনের সুবিধা প্রথম মধ্যপ্রদেশই পেতে শুরু করল। এই নতুন আইনের আয়ত্তায় সমস্ত সুযোগ সুবিধা পাওয়ায় কৃষকদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan) এবং কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার (Narendra Singh Tomar)।

দিল্লি-ভিত্তিক ফরচুন রাইস লি কোম্পানি প্রথম থেকে কৃষকদের এই ধান কিনলেও, পরবর্তীতে যখন কুইন্টাল প্রতি দাম ৩ হাজার টাকায় পৌঁছেছিল, তখন তারা ধান কেনা বন্ধ করে দিয়েছিল। নিজের ফোনও বন্ধ করে কৃষকদের সঙ্গে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। কিন্তু বর্তমানে তারা আবারও কৃষকদের ধান কেনা শুরু করেছে। ২০২০ সালের জুন মাসে চুক্তি হওয়ার পর সংস্থা ফসল কেনা বন্ধ করে দিলে, গত ১০ ই ডিসেম্বর ভখেদির কৃষক রাজ প্যাটেল এবং ব্রজেশ প্যাটেল পিপারিয়ার এসডিএম-এর কোম্পানির নামে অভিযোগ জানায়।

কৃষকদের এই অভিযোগের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ফরচুন রাইস লিমিটেডের পরিচালক অজয় ​​ভালোটিয়া বৈঠকে হাজির হন এবং কৃষকদের থেকে আবারও ধান কিনতে রাজী হয়ে যায়। নতুন কৃষি আইন অনুসারে কৃষকদের অভিযোগের ২৪ ঘন্টার মধ্যেই ন্যায় বিচার পায় তারা। পাশাপাশি কৃষকরা জানান, চুক্তি থাকা সত্ত্বেও কোম্পানি যদি তাদের থেকে ধান না কিনত, তাহলে তাদের অনেক বড় ক্ষতি হয়ে যেত।

এই খুশিতে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এক ট্যুইট করে জানান, ‘মোদী সরকারের পেশ করা এই নিতুন কৃষি আইন প্রকৃতপক্ষেই কৃষকদের স্বার্থে তৈরি করা হয়েছে। এই আইনের জন্যই কৃষকরা মাত্র ২৪ ঘন্টার মধ্যে ন্যায় বিচার পেল। আমি অন্যান্য বিরোধী দলনেতাদের বলব, নিজেদের স্বার্থে দয়াকরে কৃষকদের স্বার্থ ক্ষুন্ন করবেন না’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর