পদ্মা সেতু ঢোকার আগে বড়সড় দুর্ঘটনা, খাদে পড়ল ঢাকাগামী বাস! মৃত কমপক্ষে ১৬

বাংলা হান্ট ডেস্ক : রক্তাক্ত রবিবার! আজ সকালে মর্মান্তিক দুর্ঘটনা বাংলাদেশে (Bangladesh)। ঢাকাগামী (Dhaka) এক বাস কুতুবপুর অঞ্চলের শিবচরে খাদে পড়ে যায়। ঘটনায় মৃত অন্তত ১৬। আহত ৩০। পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে এত বড় দুর্ঘটনা আগে কখনও ঘটেনি। ঠিক কী কারণে এমন দুর্ঘটনা ঘটল তা জানা যায়নি এখনও। প্রত্যক্ষদর্শীদের দাবি, অতিরিক্ত গতির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি।

জানা গিয়েছিল, রবিবার ভোর পাঁচটা নাগাদ খুলনার সোনাডাঙা থেকে বাসটি যাত্রা শুরু করে। ঢাকা যাচ্ছিল সেটি। সকাল সাড়ে সাতটা নাগাদ হঠাৎই নিয়ন্ত্রণ হারায় বাসটি। সঙ্গে সঙ্গে রেলিং ভেঙে তা নিচে পড়ে যায়। এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। পুলিস ও দমকল কর্মীদের সঙ্গে হাত মিলিয়ে স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেছেন।

bangladesh 2

স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা জানার জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। একইসঙ্গে আহত ও নিহতদের জন্য ক্ষতিপূরণের ঘোষণাও করা হয়েছে। জানানো হয়েছে, নিহতদের পরিবারপিছু ২০ হাজার টাকা করে দেওয়া হবে। আহতদের পরিবারপিছু ৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে।

উদ্ধারকর্মীরা জানান, সড়ক থেকে বাসটি পড়ার সময় ডিগবাজি খায়। এই কারণে এত প্রাণহানি হয়েছে। ওই বাসটির সব সিটেই যাত্রী ছিলেন। উদ্ধারকর্মী চন্দন রায় বলেন, ‘এই এক্সপ্রেসওয়েতে এর আগেও বাস, প্রাইভেটকার ও মাইক্রোবাস দুর্ঘটনায় পড়েছে। কিন্তু এত বড় দুর্ঘটনা এই রাস্তায় এই প্রথম হল। এবারই প্রথম বাস খাদে পড়ে ১৬ জন মারা গেলেন। এক্সপ্রেসওয়েতে চালকেরা অতিরিক্ত গতিতে গাড়ি চালান। যা এখানে দুর্ঘটনার প্রধান কারণ।’

বাসটি যেভাবে দুমড়ে মুচড়ে গিয়েছে তা দেখে শিউরে উঠছেন প্রত্যক্ষদর্শীরা। তাঁদের মতে, এই পথে দুর্ঘটনা বিরল নয়। কিন্তু এত বড় দুর্ঘটনা (Acccident) এর আগে এখানে ঘটেনি। দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে বলেই আশঙ্কা করা হচ্ছে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর