নিজের ঘরেই চরম বিক্ষোভের মুখে ইমরান! সরকার উৎখাত করার উদ্দেশ্যে নামছে ধর্মীয় সংগঠন

বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সংযুক্ত রাষ্ট্র এবং আন্তর্জাতিক মঞ্চে কাশ্মীর ইস্যু নিয়ে সমর্থন জোটাতে ব্যার্থ। উনি অনেক আন্তর্জাতিক মঞ্চেই কাশ্মীর ইস্যু নিয়ে সরব হয়েছিলেন, কিন্তু ওনার সমর্থনে কোন দেশই আসেনি। চীন একবার সমর্থন করলেও, তারপর আর কোন কিছু দেখা যায়নি পাকিস্তানের পরম বন্ধু চীনের তরফ থেকে। গোটা বিশ্বে কাশ্মীর ইস্যু নিয়ে থাপ্পড় খাওয়ার পর এবার নিজের ঘরেই চরম মুশকিলে পড়তে চলেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

2 15

প্রসঙ্গত, সুন্নি কট্টরপন্থী দল জমিয়ত উলেমা এ ইসলাম (JUI-F) এর প্রধান মৌলানা ফলজুর রহমান (Fajlur Rahman) আগামী ২৭ অক্টোবর পাকিস্তান সরকারের বিরুদ্ধে ইসলামাবাদে আজাদি মার্চ শুরু করার কথা ঘোষণা করেছে। উনি পাকিস্তানের বেহাল আর্থিক অবস্থার জন্য পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে দায়ি করেছেন। জমিয়ত উলেমা এ ইসলাম (JUI-F) এর প্রধান মৌলানা ফলজুর রহমান বলেছেন, সরকারকে উৎখাত করা পর্যন্ত আমাদের এই লড়াই চলবে।

জমিয়ত উলেমা এ ইসলাম (JUI-F) এর প্রধান মৌলানা ফলজুর রহমান পাকিস্তানি মিডিয়াকে জানান, ‘বর্তমান সরকার ভুয়ো নির্বাচনের কারণে ক্ষমতায় এসেছে। সমস্ত বিরোধী দল গুলো ২৫ জুলাই হওয়া নির্বাচনকে প্রহসন বলেছে, আর তাঁরা নতুন করে আবার নির্বাচনের দাবি তুলেছে। সরকারের ব্যার্থতার কারণেই দেশ জুড়ে আর্থিক অবস্থা বেহাল। আর এর বিরুদ্ধে আমরা ডি-চক এ একে একে জমা হব। আমরা সহজেই হার মানব না। ইমরান খানের সরকার উৎখাত করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর