যার রেকর্ড ভেঙে ইতিহাস লিখলেন নাদাল, সেই ফেদেরারই তাকে ভরিয়ে দিলেন প্রশংসায়

বাংলার হান্ট নিউজ ডেস্ক: গতকাল অস্ট্রেলিয়ান ওপেনে ইতিহাস তৈরি করেছেন নাদাল। রুদ্ধশ্বাস ফাইনাল জয়ের পর পুরুষদের সিঙ্গেলসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যামের মালিক হয়ে গেছেন সর্বকালের অন্যতম সেরা টেনিস খেলোয়াড়। এই রেকর্ড দীর্ঘদিন নিজের দখলে রেখেছিলেন রজার ফেদেরার। তার রেকর্ড ভাঙার পর নিজের দীর্ঘদিনের বন্ধু এবং কোর্টে তার সবচেয়ে বিপজ্জনক প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালের জন্য একটি হৃদয়গ্রাহী বার্তা পোস্ট করেছেন ফেদেরার।

Roger Federer,রজার ফেদেরার,Rafael Nadal,রাফায়েল নাদাল,Australian Open,অস্ট্রেলিয়ান ওপেন

   

নাদালের জয়ে প্রতিক্রিয়া জানিয়ে ফেদেরার ইনস্টাগ্রামে পোস্ট করা বার্তাটিতে লিখেছেন “কি অসাধারণ একটি ম্যাচ! আমার বন্ধু এবং মহান প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদাল কে, ২১ টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জেতা প্রথম ব্যক্তি হওয়ার জন্য আন্তরিক অভিনন্দন। কয়েক মাস আগে আমরা দুজনেই নিজেদের চোটগ্রস্থ থাকা নিয়ে মজা করছিলাম। আশ্চর্যজনক। একজন দুর্দান্ত চ্যাম্পিয়নকে কখনই ছোট করে দেখা উচিত না।”

Roger Federer,রজার ফেদেরার,Rafael Nadal,রাফায়েল নাদাল,Australian Open,অস্ট্রেলিয়ান ওপেন

ফেদেরার আরও যোগ করেছেন, “তোমার অবিশ্বাস্য ওয়ার্ক এথিক, ডেডিকেশন এবং লড়াইয়ের মনোভাব আমার এবং সারা বিশ্বের অগণিত মানুষদের জন্য একটি অনুপ্রেরণা৷ আমি টেনিসের এই যুগটা তোমার সাথে ভাগ করে নিতে পেরে গর্বিত এবং তোমাকে আরও খেতাব জয়ের জন্য উদ্বুদ্ধ করায় একটি ভূমিকা পালন করতে পেরে সম্মানিত, ঠিক যেমনটা তুমি করেছ আমার সাথে গত ১৮ বছর ধরে। আমি নিশ্চিত তোমার সামনে আরও অনেক সম্মান অপেক্ষা করে আছে কিন্তু আপাতত এটি উপভোগ করো!”

মেলবোর্নে রোমাঞ্চকর ফাইনালে নাদাল জিতেছেন ২-৬, ৬-৭ (৫), ৬-৪, ৬-৪, ৭-৫ ফলে। নাদাল প্রথম দুই সেটে পিছিয়ে পরে লড়াই করে পরের দুই সেট জিতে এবং ম্যাচটিকে পাঁচ সেটের লড়াইয়ে নিয়ে যান। নাটকীয় চূড়ান্ত সেটে, নাদাল পঞ্চম গেমে ফাইনালের প্রতিপক্ষ মেদভেদেভের সার্ভ ভাঙেন কিন্তু রাশিয়ান তারকা দশম গেমে সেট সমতায় ফেরান। তবে তা সত্ত্বেও রক্তের স্বাদ পাওয়া নাদালকে রুখতে ব্যর্থ হন মেদভেদেভ।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর