এবার বড়দিনের ছুটি ফেলুদার সঙ্গে, প্রকাশ‍্যে সন্দীপ রায়ের ‘হত‍্যাপুরী’র প্রথম ঝলক

বাংলাহান্ট ডেস্ক: ফেলুদা (Feluda) মানেই বাঙালির কাছে আবেগ। সৌমিত্র চট্টোপাধ‍্যায়ের দেখানো পথে পরবর্তীকালে একাধিক অভিনেতাই ফেলুদার ভূমিকায় অভিনয় করেছেন। কাউকে দর্শক আপন করে নিয়েছে, কাউকে আবার মনে ধরেনি বিশেষ। পরিচালক সন্দীপ রায়ের হাত ধরে অনেক দিন পর আবারো বড়পর্দায় ফিরতে চলেছে ফেলুদা, এ খবর শোরগোল ফেলেছিল সিনেদুনিয়ায়। এবার প্রকাশ‍্যে এল ছবির প্রথম ঝলক।

জগন্নাথধামে হত‍্যা রহস‍্য নিয়ে সত‍্যজিৎ রায় রচিত ফেলুদা কাহিনি ‘হত‍্যাপুরী’ অবলম্বনে তৈরি হচ্ছে ছবিটি। নামও রাখা হয়েছে গল্পের নামেই। ফেলুদার চরিত্রে এই প্রথম বার দেখা যাবে অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তকে। তোপসের চরিত্রে রয়েছেন আয়ুষ দাস এবং লালমোহনবাবুর চরিত্রে অভিজিৎ গুহ।

Indraneil sengupta

ছোট্ট টিজারে প্রথম বার ফেলুদার লুকে দেখা মিলল ইন্দ্রনীলের। টিজারে দেখা যায়, এক পোড়ো বাড়িতে ঢুকছেন ফেলুদা। পেছন পেছন তোপসে। একটু ইতস্তত করার পর জটায়ুও। এদিক সেদিক দেখতে দেখতে হঠাৎই কিছু একটা দেখে উজ্জ্বল হয়ে ওঠে ফেলুদার মুখ। সেটা কী তা জানতে হলে ছবির মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে। এ বছর বড়দিনেই আসবে ফেলুদা।

হত‍্যাপুরীর প্রথম টিজার বেশ পছন্দ হয়েছে দর্শকদের। ইন্দ্রনীলের লুক মনে ধরেছে প্রায় সকলেরই। অনেকে লিখেছেন, কয়েক সেকেন্ডের টিজারেই যেটুকু দেখা গেল বেশ সিনেম‍্যাটিক। সেই পুরনো অনুভূতি ফিরে আসছে। তবে লালমোহনবাবুর কাস্টিং এবং ইন্দ্রনীলের বাংলা বলার দক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কয়েকজন।

প্রসঙ্গত, ‘হত‍্যাপুরী’ গল্পের প্রেক্ষাপট পুরী। ভ্রমণের উদ্দেশে গিয়ে রহস‍্যের জালে জড়িয়ে পড়ে থ্রি মাস্কেটিয়ার্স। প্রাচীন পুঁথিকে কেন্দ্র করে ঘটতে থাকে একটার পর একটা হত‍্যাকাণ্ড। সেই রহস‍্যেরই সমাধান করবে ফেলুদা। আগে এসভিএফ এর প্রযোজনায় তৈরি হওয়ার কথা ছিল ছবিটি। কিন্তু প্রযোজনা সংস্থা সরে দাঁড়ানোয় এবার শ‍্যাডো ফিল্মসের প্রযোজনায় তৈরি হতে চলেছে ‘হত‍্যাপুরী’। আগামী ২৩ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর