১৯ তারিখ থেকেই বাতিল একগুচ্ছ ট্রেন, যাত্রীদের ভোগান্তি বাড়িয়ে বিজ্ঞপ্তি জারি দক্ষিণ পূর্ব রেলের

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আবারও একগুচ্ছ ট্রেন (Indian Railways) বাতিলের কারণে ভোগান্তির শিকার হতে পারেন নিত্যযাত্রীরা। দক্ষিণপূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এ বিষয়ে। চক্রধরপুর ডিভিশনে হবে লাইন সংস্কারের কাজ। তার জেরেই বাতিল করে দেওয়া হচ্ছে বেশ কিছু ট্রেন। কিছু ট্রেন ১৬ ই জুনই বাতিল করা হয়েছে। অন্যান্য ট্রেনগুলি (Indian Railways) বাতিল করা শুরু হবে ১৯ শে জুন থেকে।

দক্ষিণ পূর্ব রেল (Indian Railways) ডিভিশনে বাতিল ট্রেন

লাইন সংস্কারের জেরে বেশ কিছু ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে দক্ষিণ পূর্ব রেল (Indian Railways) ডিভিশনে। আবার কিছু কিছু ট্রেনের যাত্রাপথ ঘুরিয়েও দেওয়া হয়েছে। সম্প্রতি দক্ষিণ পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে একথা। কোন কোন ট্রেন বাতিল হয়েছে?

Few trains willbe cancelled said indian railways

কোন কোন ট্রেন বাতিল: বাতিল হওয়া ট্রেনের (Indian Railways) তালিকায় রয়েছে খড়গপুর-টাটানগর প্যাসেঞ্জার (১৯-২৩ জুন), টাটানগর-খড়গপুর প্যাসেঞ্জার (২০-২৪ জুন), ঝাড়গ্রাম-পুরুলিয়া-ঝাড়গ্রাম মেমু (১৬-২৪ জুন), খড়গপুর-টাটানগর-খড়গপুর মেমু (২০-২৪ জুন), খড়গপুর-টাটানগর মেমু (১৬-২৪ জুন), টাটানগর-খড়গপুর মেমু (১৬-২৪ জুন), ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম এক্সপ্রেস (২২, ২৪ জুন) এবং হাওড়া-বারবিল-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস (২০, ২১, ২৩, ২৪ জুন)।

আরো পড়ুন : ধোপে টিকল না মুখ্যমন্ত্রীর বহিরাগত তত্ত্ব! মুর্শিদাবাদ হত্যায় অভিযুক্ত ১৩ জনই স্থানীয়, চার্জশিটে দাবি খোদ মমতার পুলিশের

ঘোরানো হচ্ছে যাত্রাপথ: বেশ কিছু ট্রেন (Indian Railways) ঘুরিয়েও দেওয়া হচ্ছে। ২০ শে জুন সিলঘাট টাউন-তামবরম এক্সপ্রেস ঘুরিয়ে দেওয়া হয়েছে জয়চণ্ডী পাহাড়-আদ্রা-মেদিনীপুর-হিজলি দিয়ে। ২০ শে এবং ২৩ শে জুন আমদাবাদ-হাওড়া এক্সপ্রেস যাবে সিনি-কেন্দ্রা-আদ্রা-মেদিনীপু্র-খড়গপুর হয়ে।

আরো পড়ুন : জীবন এবং স্বাস্থ্য বিমায় জিএসটি প্রত্যাহার? বড় সিদ্ধান্তের পথে কেন্দ্র সরকার

এছাড়াও আরো দুটি ট্রেনের যাত্রাপথ বদলে দেওয়া হয়েছে। ২১ শে জুন কোটশিলা-রাজাবেরা-জামুনিয়াতন্ড-আদ্রা-মেদিনীপুর-খড়গপুর হয়ে যাবে রাঁচি-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস। অন্যদিকে ২৩ শে জুন নিউ তিনসুকিয়া-তামবরম এক্সপ্রেস যাবে জয়চণ্ডী পাহাড়-আদ্রা-মেদিনীপুর-হিজলি হয়ে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।