ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত বাঁকুড়া জেলা

ইন্দ্রানী সেন,বাঁকুড়া: ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত বাঁকুড়া জেলা। জেলার ২২টি ব্লকই কমবেশী বিক্ষিপ্ত ঘটনা ঘটে চলেছে। এলাকার নিরাপত্তায় রক্ষায় রাতভোর চলছে পুলিশী টহল। শুক্রবার রাত থেকেই বাঁকুড়ার তালডাংরার পাঁচমুড়ায় দফায় দফায় সংঘর্ষের ঘটনায় পাঁচমুড়া পুরাতন বাসস্ট্যাণ্ড সংলগ্ন তৃণমূল সমর্থিত আইএনটিইউসি অফিস ভাঙ্গচুরের অভিযোগ উঠলো বিজেপি আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। একই সঙ্গে শাসক দলের স্থানীয় এক নেতার বাড়ির একাংশে ভাঙ্গচুর চালানো হয়েছে বলে অভিযোগ।

 

তৃণমূল সূত্রে দাবী করা হয়েছে, শুক্রবার রাতে পাঁচমুড়া পুরাতন বাসস্ট্যাণ্ড এলাকায় তাদের পার্টি অফিসে একদল দুষ্কৃতি অতর্কিতে হামলা চালায়। এই ঘটনায় পার্টি অফিসের সমস্ত আসবাবপত্রের পাশাপাশি দলীয় পতাকা ও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও মাটিতে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। পাঁচমুড়া অঞ্চল তৃণমূল সভাপতি উত্তম গরাইয়ের অভিযোগ, এক সময়ের ‘সিপিএমের হার্মাদ’রা বিজেপিতে যোগ দিয়ে এই কাণ্ড ঘটিয়েছে।

এই ঘটনার পর এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। বিজেপির পক্ষ থেকে তৃণমূলের অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবী, এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের ফলেই ঘটেছে। ঐ পার্টি অফিসে নিত্যদিন বিভিন্ন ধরণের বেআইনী কাজ হতো। যার ফলশ্রুতিতেই এই ঘটনা বলে বিজেপির দাবী। বিজেপি মণ্ডল-২ সভাপতি সুজয় দুলে বলেন, এই এলাকায় তৃণমূলের চার-পাঁচটি গোষ্ঠী রয়েছে। ভোটের ফলাফল খারাপ হয়ে যাওয়ার পর নিজেরাই মারামারিতে জড়িয়ে পড়েছে।

সম্পর্কিত খবর