প্রতিবাদের নামে আন্দোলন কি হিংসার রূপ নিচ্ছে বঙ্গে!অন্যদিকে বিস্ফোরক টুইট মেঘালয় রাজ্য পালের!

 

   

বাংলা হান্ট ডেস্কঃ নাগরিক পঞ্জি বিল পাসের পর থেকেই যেন একটা গুমোট ভাব তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। কোথাও রেলস্টেশনে অবরোধ চলছে। আগুন ধরানোর কাজ অন্য জায়গায়। টোলপ্লাজায় ধরিয়ে দিয়েছে আগুন। আবার কোন কোন জায়গায় হিংসাত্মক ছবি ধরা পড়ছে।যা ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। খবর আপাতত ছড়িয়ে পড়েছে তাতে এখনো পর্যন্ত আশু সমাধান বের করতে পারেনি রাজ্য সরকার। বিল নিয়ে মতবিরোধ থাকতেই পারে তার জন্য গণতান্ত্রিক পথে আন্দোলন করবার কথা ঘোষণা করেছিলেন মমতা ব্যানার্জি। কিন্তু তার সেই কথাকে কি উপেক্ষা করেই আন্দোলনকারীরা পথে নেমেছে? প্রশ্ন এখন চারিদিকে।

টুইট করলেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়। এখানে না পোষালে উত্তর কোরিয়াতে চলে যাওয়ার নিদান দিলের তিনি।  শুক্রবার রাতে তিনি টুইট করেন, ‘বির্তকের এই পরিবেশে দুটি জিনিস কখনও ভুলে গেলে চলবে না।

এই দেশ একসময়ে ধর্মের নামেই ভাগ হয়েছিল। একটি গণতন্ত্রে মতভেদ থাকাটা খুবই দরকার। আপনি যদি এই গণতন্ত্র না চান তাহলে উত্তর কোরিয়াতে চলে যান।’

সম্পর্কিত খবর