টক টু মেয়র অনুষ্ঠানে অস্বস্তিতে পড়লেন ফিরহাদ হাকিম, পাশে বসা কাউন্সিলারের বিরুদ্ধে উঠলো অভিযোগ

সামনেই পুরসভা ভোট  আর বাংলা দখলে ইতিমধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই লেগে গেছে। তার আগে ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে বসেছেন মহানাগরিক ফিরহাদ হাকিম। সবার সমস্যার কথা মাথায় রেখেই এই সভা।  কিন্তু শো-এ প্রশ্নের মুখে মেজাজ হারিয়েছিলেন ফিরহাদ।  কারন এই দিন  কাউন্সিলরের নামে অভিযোগ করে বসলেন জনৈক পুরবাসী ।

আর তার ঠিক পাশাই বসে ছিলেন কাউনসিলার। আর সরাসরি তার বিরুদ্ধে হুমকির অভিযোগ পেয়ে অস্বস্তিকর অবস্থায় পড়লেন বটে, তবে সামাল দিলেন দক্ষতার সঙ্গে। অবস্থা বেগতিক বুঝে তিনি ঠান্ডা মাথায় পরামর্শ দিলেন।এদিন টক টু মেয়র অনুষ্ঠানে ফোন করেছিলেন ৫২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেবাশিস ভট্টাচার্য।এরপরেই তিনি জানান যে “ওয়ার্ড কাউন্সিলর বাড়িতে লোকজন পাঠিয়ে ভয় দেখাচ্ছেন”। আর এই সময় ফিরহাদ হাকিমের পাশেই বসে ছিলেন  কাউন্সিলর সন্দীপন সাহা । স্বভাবিকভাবেই এই পরিস্থিতিতে একটু চাপ খে গেছিলেন ফিরহাদ হাকিম। কিন্তু পরে তিনি সব সামলে নেন।

নিউ মার্কেট থানায় অভিযোগ দায়ের করার কথাও জানায় ফিরহাদ হাকিম। এরপরে অবশ্ওয জানা গেছে  বাড়ির মালিকের অভিযোগ ঠিক নয়। ভাড়াটিয়াদের হয়েই সওয়াল করেছিলেন কাউন্সিলর। তাদের আইনি ব্যবস্থা নিতে সাহায্য করেছিলেন।আর আদালতের নির্দেশ তাদের পক্ষে ছিলো , কারন তারা বহুদিন ধরেই এর পক্ষে ছিলো । সব মিলিয়ে অনেক কস্টে সব পরিস্থিতি এভাবে সামলান ফিরহাদ হাকিম।

 

সম্পর্কিত খবর