MSME সেক্টরের জন্য বড় ঘোষণা সীতারমনের, লোকাল ব্র্যান্ডকে গ্লোবাল ব্র্যান্ড করার বড় সুযোগ

বাংলাহান্ট ডেস্ক : অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman )  এমএসএমই খাতে ত্রাণ দেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপের ঘোষণা করেছেন । এতে সহজ শর্তে তিন লাখ কোটি টাকার  অন্তর্ভুক্ত করার হয়েছে । অর্থমন্ত্রীর মতে, এই ঋণগুলি গ্যারান্টি ছাড়াই চার  বছরের জন্য থাকবে, যেখানে সেখানে চার  মাসের মর্টরিও বা স্থগিতাদেশ থাকবে।এমনকি লোকাল ব্র্যান্ডগুলিকে গ্লোবাল ব্র্যান্ড করার কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী।

   

আগামী অক্টবর এর মধ্যে এই স্কিম পাওয়া যাবে 

আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এই স্কিমটির সুবিধা নেওয়া যেতে পারে। এতে , ৪৫ লক্ষ ক্ষুদ্র শিল্প এতে লাভবান হবে।  অর্থমন্ত্রী এই সংকটে ডুবে থাকা এমএসএমই ইউনিটকে সহায়তার জন্য ২০ হাজার কোটি টাকার বিধান ঘোষণা করেছেন। এটি ঋণ  ও নগদ সংকটের মুখোমুখি এমএসএমইকে সঙ্কট থেকে বেরিয়ে আসতে সাহায্য  করবে। তাতে সুবিধা মিলতে চলেছে।

স্থানীয় শিল্পগুলিকে সহায়তা করার জন্য বিশেষ পদক্ষেপ

স্থানীয় শিল্পগুলিকে সহায়তা করার জন্য বিশেষ পদক্ষেপ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি দুশো কোটি টাকার কম টেন্ডার হবে না। অর্থমন্ত্রীর মতে, এই পদক্ষেপটি গার্হস্থ্য এমএসএমই খাতকে আরও উন্নত এবং আরও বেশি সুযোগ প্রদান করবে।সরকারী সংস্থাগুলিকে এমএসএমই সংস্থাগুলির বকেয়া বিল ৪৫ দিনের মধ্যে পরিশোধের জন্য নির্দেশ দেওয়া হয়েছে, এবং করোনার সঙ্কট মোকাবেলায় অনলাইন পোর্টালের মাধ্যমে বিক্রয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। স্বল্প শিল্প বিনিয়োগ এর ক্ষেত্রে  এই ছাড় দেওয়া হবে,  তাতে সুবিধা মিলতে পারে বড়, ছোটো শিল্পের লোকেদের। আর এতে কিছু হলেও ভারতের অর্থনীতি হাল ফেরাতে পারে বলে মনে করার হচ্ছে।

সম্পর্কিত খবর