IPL নিলামে ছিলেন অবিক্রিত, KKR সুযোগ দেওয়ায় আনন্দে লাফিয়ে উঠেছিলেন এই তারকা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইপিএল মেগা নিলামে কোনো ক্রেতা খুঁজে না পাওয়ায় প্রথমে হতাশ হয়েছিলেন। তারপর অ্যালেক্স হেলসের বদলি হিসেবে যখন কলকাতা নাইট রাইডার্স যখন তাকে দলে যোগ দেওয়ার জন্য অনুরোধ করেন তখন আইপিএলে ফের সুযোগ পাওয়ার আনন্দে উত্তেজিত হয়ে লাফিয়ে উঠেছিলেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

ব্রিটিশ তারকা অ্যালেক্স হেলস বায়ো বাবলের ক্লান্তির কথা ভেবে টুর্নামেন্ট থেকে প্রত্যাহার করে নেন। ফলে ফিঞ্চের জন্য আইপিএল খেলার দরজা খুলে যায় এবং তিনি দেড় কোটি টাকার বিনিময়ে দুই বারের আইপিএল বিজয়ী কেকেআর শিবিরে যোগ দেন। এর আগে একাধিক আইপিএল ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলা অজি ওপেনার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে চলতি মরশুমে প্রথমবার মাঠে নামেন অজিঙ্কা রাহানের জায়গায়।

finch

প্রথম ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে ব্যাট হাতে তেমন কিছু করে দেখাতে পারেননি তিনি। কিন্তু তিনি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তাদের শেষ ম্যাচে তার সেরা ফর্মে ফিরে এসেছিলেন, ২৮ বলে তিনি ৫৮ রান করেছিলেন, যা ২০১৭ সালের পর থেকে তার সর্বোচ্চ আইপিএল স্কোর। অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক নিলামের দিনে খুব নার্ভাস ছিলেন। কিন্তু সেই সময় তারা শ্রীলঙ্কায় একটি ম্যাচ খেলছিল তাই তিনি এটি নিয়ে খুব বেশি ভাবেননি।

আইপিএলে কামিন্সের ব্যাটিং দেখেও মুগ্ধ তিনি। আইপিএলে তার অসি সতীর্থ প্যাট কামিন্স যেভাবে ব্যাটিং করেছেন তাতে অস্ট্রেলিয়ারই লাভ হবে বলে মনে করেন ফিঞ্চ। কামিন্স ১৪ বলে অর্ধশতরান করেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে যা লোকেশ রাহুলের সাথে যৌথভাবে দ্রুততম আইপিএল অর্ধশতক। অস্ট্রেলিয়ার হয়েও সতীর্থের এমন ফর্ম দেখতে চান বলে জানিয়েছেন অজি ওপেনার।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর