টিম ইন্ডিয়ার দক্ষিণ আফ্রিকার সফরের সময়সূচীর ঘোষণা, জানুন কবে হবে প্রথম ম্যাচ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত ভাবে টেস্ট সিরিজ জিতেছে ভারত। এবার এই মাসে বিরাট কোহলিদের দক্ষিণ আফ্রিকা সফরে উড়ে যাওয়ার কথা। কিন্তু করোনাভাইরাসের নতুন স্ট্রেন ওমিক্রন ভেরিয়েন্টের আতঙ্কের কারণে এই সিরিজের সময়সূচী পরিবর্তনের ঘোষণা করা হয়েছিল। সোমবার রাতে ভারতীয় দলের সফরের নতুন সূচি ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। এই অনুসারে, ‘বিরাট বাহিনী’ এখন সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে ২৬ ডিসেম্বর থেকে বাভূমা-দের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবে।

দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন ভেরিয়েন্টের ক্রমবর্ধমান সংখ্যার কারণে বিসিসিআই ৪ঠা ডিসেম্বর ঘোষণা করেছিল যে সফরটি বাতিল হবে না কিন্তু ভারতীয় দলের উড়ান এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছিল আর সেই সঙ্গে টি টোয়েন্টি সিরিজটিকেও এই সফরের থেকে ছেঁটে ফেলার অনুরোধ করা হয়েছিল। ভারতীয় ক্রিকেট দলের পুরনো সূচি অনুযায়ী ৯ ডিসেম্বর রওনা হওয়ার কথা থাকলেও ভ্রমণসূচি পরিবর্তন করার ফলে এখন প্রথম টেস্ট শুরু হবে ২৬ ডিসেম্বর থেকে, যা আগে ১৭ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল।
India's tour of South Africa,ভারতের দক্ষিণ আফ্রিকা সফর,Omicron,ওমিক্রন,Boxing Day Test,বক্সিং ডে টেস্ট

ক্রিকেট সাউথ আফ্রিকা এক বিবৃতিতে জানিয়েছে, “সিএসএ ভারতীয় দলের দক্ষিণ আফ্রিকা সফরের নতুন সময়সূচী ঘোষণা করতে পেরে আনন্দিত। এই সফরে এখন শুধু টেস্ট ও ওয়ান ডে সিরিজ খেলা হবে। সফরটি ২৬ শে ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৩ শে জানুয়ারি পর্যন্ত ৪ টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। আগামী বছর উপযুক্ত সময় বিবেচনা করে ৪ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলা হতে পারে।

বক্সিং ডে টেস্টের পর দ্বিতীয় টেস্টটি ৩ থেকে ৭-ই জানুয়ারি পর্যন্ত জোহানেসবার্গে এবং তৃতীয় টেস্টটি ১১ থেকে ১৫-ই ফেব্রুয়ারি পর্যন্ত কেপটাউনে অনুষ্ঠিত হবে। এ বাদে ৩টি ওয়ানডে অনুষ্ঠিত হবে বোল্যান্ড পার্ক (১৯ শে জানুয়ারি), পারল (২১ শে জানুয়ারি) এবং কেপটাউনে (২৩ শে জানুয়ারি)। টেস্ট সিরিজটি হবে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন এডিসনের অংশ। একই সময়ে, ওডিআই সিরিজটি আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অধীনে খেলা হবে, যা ২০২৩ বিশ্বকাপ বাছাইপর্বের অন্তর্গত টুর্নামেন্ট।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর