খুঁজে পাওয়া গেল ২১ বছরের বাস্তবের মোগলিকে, ফল মূল খেয়ে জঙ্গলে কাটায় দিন

বাংলাহান্ট ডেস্কঃ এযেন ঠিক রূপোলি পর্দার মোগলী। শুধুমাত্র ফল মূল খাওয়াই নয়, মানুষ দেখলেও ভয়ে জঙ্গলে চলে যাচ্ছে জাকার্তার (Jakarta) এলি। ঠিক যেন সেলুলয়েডের বাস্তব রূপ।

জাকার্তার বছর ২১-এর এলি যেন ঠিক সেই রুডইয়ার্ড কিপলিংয়ের গল্পের ‘মোগলী’। আর পাঁচজন স্বাভাবিক মানুষের মত দেখতে চলতে হলেও, মনটা বন‍্য প্রাণীদের মতোই। জঙ্গল থেকে ঘাস-পাতা কিংবা কলা খেয়েই দিন কাটে এই এলির। বাড়িতে সুস্বাদু রান্নাতেও তার মন গলে না। কখনও মুখেই তুলে দেখে না এলি।

স্বভাবগত দিক থেকে দেখতে গেলে রূপোলি গল্পের সেই মোগলি আর বাস্তবের এলি অনেকটা একই রকম। মা বাবা ছাড়া অন্য কোন মানুষ দেখলেই একছুটে দৌড়ে বনে গিয়ে মুখ লোকায় এলি।

এলির মা জানিয়েছেন, ছেলেবেলা থেকেই এলি এক বিরল রোগে আক্রান্ত। সাধারণ মানুষের মত খাওয়া দাওয়া, কথা বলা কোন কিছুই করে না এলি। দৌড়ে পালিয়ে যাওয়া এবং কলা খাওয়াই তার পছন্দের।

এলির মা আরও জানিয়েছেন, ‘এলি তাদের একমাত্র জীবিত সন্তান। আগের পাঁচ সন্তান জন্মের সঙ্গেই মারা যায়। তবে আচমকা কাউকে দেখলেই এলি একছুটে জঙ্গলে চলে যায়। তাই ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ এলিকে ফিরিয়ে আনতে আমাকেও ছুটতে হয় বনে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর