কোয়ারেন্টাইনে থাকা দুই তাবলীগ জামাতির বিরুদ্ধে দায়ের হল FIR! ওয়ার্ডের বাইরেই করছিল প্রসাব

বাংলা হান্ট ডেস্কঃ দিল্লী পুলিশ নরেলার (Narela) কোয়ারেন্টাইন কেন্দ্রে উপদ্রব করা দুইজনের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করেছে। ওই দুইজন ব্যাক্তিই নিজামুদ্দিনের তাবলীগ জামাতে (Tablighi Jamaat) অংশ নিয়েছিল, আর প্রশাসন তাঁদের দুজনকে মরকজ (Markaz) থেকে বের করে কোয়ারেন্টাইন সেন্টারে ভর্তি করিয়েছিল। নরেলার কোয়েরান্টাইন সেন্টারের সাফাই কর্মীরা অভিযোগ করেছে যে, ৩১ মার্চ ওই দুই জামাতি নিজের ওয়ার্ডের বাইরেই প্রসাব করে দেয়।

দিল্লী পুলিশের এফআইআরে লেখা হয় যে, ওই দুই অভিযুক্ত স্বাস্থ বিভাগ আর সরকার দ্বারা জারি নির্দেশিকা পালন করছিল না, আর মানুষের উপর উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বিপদে ফেলার চেষ্টা করছিল। এরফলে করোনার বিরুদ্ধে করা যুদ্ধের অভিযান আরও সঙ্কটের সন্মুখিন হচ্ছিল।

আরেকদিকে করোনা ভাইরাসের প্রকোপ গোটা দেশে লাগাতার বেড়েই চলেছে। আজ রাজস্থানে ২৪, মহারাষ্ট্রে ২৩, গুজরাটে ১৯, হরিয়ানায় ১৬, মধ্যপ্রদেশে ১২ আর মুম্বাইয়ের ধারাবি থেকে দুটি নতুন মামলা সামনে এসেছে। স্বাস্থ আর পরিবার কল্যাণ মন্ত্রালয় অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার ৩৫৪ টি নতুন মামলা সামনে এসেছে। আর পাঁচ জনের মৃত্যু ঘটেছে।

গত ২৪ ঘণ্টার পরিসংখ্যান অনুযায়ী, গোটা দেশে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা বেড়ে ৪৪২১ হয়ে গেছে। এগুলর ৩৯৮১ টি সক্রিয় মামলা আর ৩২৫ জন সুস্থও হয়েছেন এবং তাঁদের হাসপাতাল থেকে ছুটিও দেওয়া হয়েছে। এছাড়াও ১১৪ জনের মৃত্যু হয়েছে গোটা দেশে।

আরেকদিকে, হরিয়ানার মুসলিম বহুল জেলা মেবাতে তাবলীগ জামাত থেকে ফেরত ১৬ জনের মধ্যে করোনার সংক্রমণ পাওয়া গেছে। এর সাথে সাথে মেবাতে করোনা পজিটিভ এর মামলা বেড়ে ৩০ হয়েছে। মেবাতের সিভিল সার্জেন এই ঘটনার কোথা স্বীকার করেছেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর