মাঝ আকাশে প্লেনের ইঞ্জিনে আগুন ধরে যায়।

বাংলা হান্ট ডেস্ক : মাঝ আকাশে হঠাৎই বিপদের সুত্রপাত। ওড়ার কিছুক্ষণের মধ্যেই ইন্ডিগোর একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায় ৷ তবে এ যাত্রা পাইলটের তৎপরতায় প্রাণে বাঁচলেন বিমানের যাত্রীরা ৷ আজ, সোমবার গোয়ার ডাবোলিম এয়ারপোর্ট থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করেছিল বিমানটি ৷ ইন্ডিগোর ওই বিমানে ১৮০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে ৷

IMG 20190930 180838

গোয়ার পরিবেশমন্ত্রী নীলেশ কাবরাল  বিমানে ছিলেন  । দিল্লিতে ‘ডিরেক্টর অফ এগ্রিকালচার’-এর একটি বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল তাঁর ৷ কিন্তু আকাশে ওড়ার মাত্র ১৫ মিনিটের মধ্যেই বিমানের বাঁ দিকের একটি ইঞ্জিনে আগুন ধরে যায় ৷ যাত্রীরা আতঙ্কিত হয়ে চিৎকার-চেঁচামেচিও করতে শুরু করেন ৷ কিন্তু পাইলটের তৎপরতায় এ যাত্রায় প্রাণে বেঁচে যান বিমানের ১৮০জন যাত্রী

সম্পর্কিত খবর