বড় খবরঃ মহারাষ্ট্রের কেমিকেল ফ্যাক্টরিতে বড় ধামাকা! ১০ কিমি দূর থেকেও শোনা গেলো আওয়াজ

বাংলা হান্ট ডেস্কঃ মহারাষ্ট্রের (Maharashtra) পালঘর (Palghar) জেলায় সোমবার রাতে এক বড়সড় দুর্ঘটনা ঘটল। জেলার তারাপুর ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার ‘নান্দোলিয়া অর্গানিক কেমিকেলস” কারখানায় এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণ এতটাই জোরালো ছিল যে, ১০ কিমি দূর পর্যন্ত এর আওয়াজ পাওয়া যায়। এই ঘটনায় এক ব্যাক্তির মৃত্যু হয়েছে আর তিনজন আহত হয়েছে বলে জানা যাচ্ছে।

   

বিস্ফোরণের পর কারখানায় আগুন লেগে যায়, আগুন নেভানর জন্য দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। এই ধামাকার আওয়াজ ১০ কিমি দূর সালবাড়, পাথল, ওয়াইসর, তারাপুরের আশেপাশের এলাকা গুলোতেও শোনা যায়।

পালঘরের জেলাশাসক কৈলাশ শিন্ডে বলেন, এই ঘটনায় এক ব্যাক্তির মৃত্যু হয়েছে আর তিনজন আহত হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আরেকদিকে, কয়েকটি মিডিয়া রিপর্টে বলা হচ্ছে যে, ধামাকার পর আশেপাশের এলাকায় গ্যাস ছড়িয়ে পড়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই বিস্ফোরণ কেমিকেল রিয়াকশনের কারণে ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার টি জোনে ঘটেছে। আপাতত প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর