রথযাত্রার আগে ভয়ঙ্কর ঘটনা, পুরীর জগন্নাথের চন্দন যাত্রায় আচমকা বিস্ফোরণ, অগ্নিদ্বগ্ধ ১৫ জন

বাংলা হান্ট ডেস্কঃ পুরীর জগন্নাথের চন্দন যাত্রায় (Puri Rath Yatra) আচমকাই ভয়াবহ বিস্ফোরণ। যার জেরে ঝলসে গেলেন ১৫ জন পুণ্যার্থী। শিউরে ওঠার মত ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। জানা যাচ্ছে পুরীর জগন্নাথ দেবের চন্দন যাত্রার সময়ে হঠাৎই আতশবাজি থেকেই আগুন লেগে যায়। তাতেই ভয়ঙ্কর দুর্ঘটনা (Accident)।

রথযাত্রা উৎসবের আগে সাজো সাজো রব পুরীতে। স্বাভাবিকভাবেই বহু পুণ্যার্থীর ভীড়। আর রথযাত্রার সেই পবিত্র উৎসবের আগেই ঘটল বিপত্তি। সূত্রের খবর অনুযায়ী, বুধবার জগন্নাথ দেবের চন্দন যাত্রার জন্য নরেন্দ্র পুষ্করিণী সরোবরে সকলে জমায়েত করেছিলেন শতাধিক পুণ্যার্থী। তাদের মধ্যে কয়েকজন ভক্ত আতশবাজি ফাটাচ্ছিলেন। সেই বাজির ফুলকি এসে পড়ে বাজির স্তূপের উপরে। আর তাতেই ভয়ঙ্কর ঘটনা।

   

জানা গিয়েছে আতশবাজির ফুলকির আগুন বাজির স্তূপের উপরে পড়ায় পর পর বিস্ফোরণ হতে শুরু করে। বাজির আশেপাশে থাকা মানুষজন সেই আগুনে রীতিমতো ঝলসে যান। প্রাণ বাঁচাতে অনেকেই সরোবরে ঝাঁপ দেন। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে স্থানীয় জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

puri jagannath mandir

আরও পড়ুন: কি শিখবে পড়ুয়ারা? মধ্যশিক্ষা পর্ষদ স্বীকৃত বইয়ে ত্রিভুজের ‘দু’টি কোণ লেখা দেখে বিরক্ত শিক্ষকমহল

সূত্রের খবর, ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ জন দ্বগ্ধ হয়েছেন। কোনো প্রাণহানির ঘটনা ঘটে নি। তবে ৪ জনের অবস্থা সঙ্কটজনক। চলছে চিকিৎসা। গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দেওয়ার পাশাপাশি তাদের চিকিৎসার খরচও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন তিনি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর