পুরভোটের জন্য তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরের দিনই পদত্যাগ করলেন ফিরহাদ হাকিম

বাংলাহান্ট ডেস্কঃ ডিসেম্বরেই রয়েছে কলকাতা পুরসভার নির্বাচন। তার আগেই শুক্রবার প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল শিবির। স্থান পেয়েছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim) সহ বেশ কয়েকজন বিধায়ক। আর নির্বাচনের টিকিট পেয়েই পদত্যাগ করলেন ফিরহাদ হাকিম সহ প্রশাসকমণ্ডলীর আরও ১১ সদস্য।

প্রার্থী তালিকা প্রকাশিত হওয়ার পর দেখা গিয়েছে বিধায়ক হয়েও ফিরহাদ হাকিম ছাড়াও টিকিট পেয়েছেন দেবাশিস কুমার, অতীন ঘোষ এবং রত্না চট্টোপাধ্যায়। তবে এদিন ফিরহাদ হাকিমের সঙ্গে নগরান্নয়ন দফতরে গিয়ে পদত্যাগপত্র জমা দিলেন অতীন ঘোষ, দেবাশিস কুমার, দেবব্রত মজুমদার, তারক সিং, রামপেয়ারে রাম, ইন্দ্রাণী সাহা বন্দ্যোপাধ্যায়, সামসুদ্দিনজামান আনসারি, মনজার ইকবাল, আমিরুদ্দিন ববিরা।

tmc flag

এই পদত্যাগ করা সকলেই প্রার্থী তালিকায় স্থান পাওয়ায় নিয়ম মেনেই মনোনয়ন জমা করার আগে প্রশাসক পদ থেকে ইস্তফা দিলেন তাঁরা। শুধুমাত্র ৯৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কো-অর্ডিনেটর তথা প্রশাসকমণ্ডলীর সদস্য রতন দে টিকিট না পাওয়ার কারণে পদত্যাগ করেননি।

তবে কালীঘাটে রীতিমত ম্যারাথন বৈঠকের পর গতকাল এই প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল। তবে তালিকা প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই কিছু সদস্যের নাম না থাকায় তাঁদের মুখ ভার হতেও দেখা গিয়েছে। একদিকে যেমন বাদ পড়েছে পুরনো ৩৯ জন, তেমনই যুক্ত হয়েছে একঝাঁক নতুন মুখ।

করোনা আবহের কারণে ২০২০ সালের কলকাতার পুরভোট বাতিল হয়ে যায়। পিছিয়ে যেতে থাকে নির্বাচন। আর তা পেছোতে পেছোতে অবশেষে প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল শিবির। তবে কলকাতার পুরভোটের দিনক্ষণ স্থির হলেও, হাওড়া নিয়ে এখনও সংশয় রয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর