নাবালিকাকে নিগৃহীত করার দায়ে ফ্যাক্ট চেকিং সাইট ALT News-এর সহ-সংস্থাপকের বিরুদ্ধে FIR

বাংলা হান্ট ডেস্কঃ দিল্লী পুলিশের সাইবার টিম ট্যুইটারের মাধ্যমে নাবালিকা হুমকি আর নিগ্রহ করার অভিযোগে ফ্যাক্ট চেকিং সাইট অলট নিউজের (Alt News) সহ সংস্থাপক মোহম্মদ জুবেইর-এর (Mohammed Zubair) বিরুদ্ধে FIR দায়ের করেছে। পুলিশের এক বরিষ্ঠ আধিকারিক বলেন, শিশু অধিকার সংরক্ষণ জাতীয় কমিশনের (NCPCR) অভিযোগে জুবেইরের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইন আর যৌন অপরাধ থেকে শিশুদের সংরক্ষণ আইনের (POCSO) ধারা অনুযায়ী FIR দায়ের করা হয়েছে।

   

যদিও অলট নিউজের সহ সংস্থাপক জুবেইর নিজের উপর ওঠা সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছেন। উনি বলেছেন, ‘এটা একটি তুচ্ছ অভিযোগ, আর আমি আইনের মাধ্যমেই এর জবাব দেব।” NCPCR অভিযোগে জানিয়েছে যে, অভিযুক্ত জুবেইর অনলাইনে তর্কাতর্কির পর ওই নাবালিকা আর তাঁর দাদুর ছবি শেয়ার করে তাঁদের অপদস্থ করে।

NCPCR এর তরফ থেকে নাবালিকার মুখশ্রীর ছবি পরিস্কার ভাবে দেওয়া হয় নি। NCPCR এর সভাপতি প্রিয়াঙ্ক পুলিশকে লিখিত অভিযোগপত্রে জানিয়েছেন যে, তিনি জুবেইর দ্বারা হুমকি দেওয়া আর ট্যুইটারে নাবালিকাকে নিগৃহীত করার বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানাচ্ছেন। উনি ট্যুইটারকেও জুবেইরের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য চিঠি পাঠিয়েছেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর