আত্মনির্ভর ভারতের রোডম্যাপ তৈরি, কৃষক আর MSME এর জন্য বড় সিদ্ধান্ত নিলো মোদী সরকার

বাংলা হান্ট ডেস্কঃ মোদী সরকার ২.০ (Modi Govt 2.0) এর দ্বিতীয় বছরে প্রথম ক্যাবিনেটের বৈঠক আজ সোমবার হল। ক্যাবিনেটের সিদ্ধান্ত নিয়ে মিডিয়াকে জানান কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর (Prakash Javadekar)। উনি বলেন, ক্যাবিনেটের বৈঠকে কৃষক আর MSME এর জন্য বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তনির্ভর ভারতের রোডম্যাপ তৈরি হয়েছে এই বৈঠকে।

জাভড়েকর বলেন, ‘হকার্সদের জন্য বিশেষ ঋণের ব্যবস্থা করা হয়েছে। শহর এবং গ্রামের হকার্সদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। ৫০ লক্ষের বেশি হকার্সরা উপকৃত হবে। MSME সেক্টরে ২০ কোটি টাকার ব্যবস্থা করা হয়েছে।”

জাভড়েকর বলেন, পিএম কিসান যোজনার মাধ্যমে দেশে কোটি কোটি কৃষকদের সাহায্য করা হয়েছে। সরকার নুন্যতম সমর্থন মুল্যের থেকে দেড় গুণ বেশি দেবে। কৃষকদের ঋণের সুদে ছাড় দেওয়া হবে। মন্ত্রীমণ্ডল ১৪ খরিফ ফসলের জন্য নুন্যতম সমর্থন মূল্যের মঞ্জুরি দিয়েছে। কৃষকরা খরচের থেকে প্রায় ৫০ থেকে ৮৩ শতাংশ বেশি দাম পাবে।

কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র তোমার বলেন, এই বছর এত সমস্যার পরেও ব্যাপক ফসল হয়েছে। গম ৩৬০ লক্ষ মেট্রিক টনের বেশি কেনা হয়েছে। ধান ৩ লক্ষ ৯৫ হাজার টন কেনা হয়েছে। এখনো ডাল আর তৈলবীজ কেনা হচ্ছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর