অবিকল মানুষের মতো ঠোঁট-দাঁত, বিরল প্রজাতির মাছের ছবি হু হু করে ভাইরাল নেটজগতে

বাংলাহান্ট ডেস্ক: বর্তমানে মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে মোবাইল ফোন। আর মোবাইল মানেই সোশ‍্যাল মিডিয়া। আট থেকে আশি সকলেই এখন সোশ‍্যাল মিডিয়ার ভক্ত। ইন্টারনেট যেন আষ্টেপৃষ্টে বেঁধে ফেলেছে মানুষকে। সোশ‍্যাল মিডিয়ার বিভিন্ন প্ল‍্যাটফর্মে প্রতিদিন নানান অদ্ভূত বিষয় চোখে পড়ে। তার মধ‍্যে বেশ কিছু পোস্ট হয়ে যায় ভাইরাল (viral)। লাখ লাখ লাইক ও কমেন্ট হয়ে যায় এক একটি পোস্টে।
সম্প্রতি ভাইরাল হয়েছে এমন একটি পোস্ট যা দেখে চোখ কপালে উঠেছে নেটপাড়ার। খোঁজ পাওয়া গিয়েছে মানুষের মতো মুখ ওয়ালা মাছের (fish)। শরীরে বাকি অংশ মাছের মতো হলেও ঠোঁট ও দাঁত অবিকল মানুষের মতোই। টুইটারে ভাইরাল হয়ে গিয়েছে এই ছবি।

IMG 20200711 182505
এর আগেও ভাইরাল হয়েছিল এমন মাছের ছবি। তবে তখন তার ছবি তেমন পরিস্কার ভাবে বোঝা যায়নি। উঠেছিল ফটোশপের অভিযোগও। তবে এই ছবি যে ফটোশপে এডিট করা নয় তার প্রমাণ পাওয়া গিয়েছে।

জানা গিয়েছে, এই পোস্টটি মালয়েশিয়ার। এই মাছের প্রজাতির নাম ট্রিগার ফিশ। দক্ষিণ পূর্ব এশিয়াতে পাওয়া যায় এই মাছ। শক্ত চোয়াল, মানুষের মতো ঠোঁট ও দাঁতের জন‍্যই পরিচিত এই মাছ। পোস্টটি এখন রীতিমতো ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়।

 

https://twitter.com/bdzassgirl/status/1278804612422590465?s=19

https://twitter.com/alianorasyiqin_/status/1278702214693830659?s=19

নেটিজেনরাও ছাড়েনি এই সুযোগ। এই বিরল প্রজাতির মাছের ছবি নিয়ে শুরু হয়েছে কারিকুরি, হাসি তামাশা। ফটোশপে নানা রকম এডিট করে মজার মজার ছবি বানিয়ে শেয়ার করা হচ্ছে এই মানুষমুখো মাছের।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর