বল ভেবে বোমা নিয়ে খেলতে গিয়ে ঘটলো বিস্ফোরণ! কালিয়াচকে জখম পাঁচ শিশু

রাজ্যে বোমা ফেটে বিস্ফোরণের ঘটনা দিন দিন বেড়ে চলেছে। এই একই ধরনের ঘটনা এদিন ঘটলো মালদার কালিয়াচকের গোপালগঞ্জ এলাকার গোপালনগর গ্রামে ।  যেখানে বোমা বিস্ফোরণের ফলে আহত হয়েছে পাঁচ শিশু। বল মনে করে বোমাকে নিয়ে খেলতে গিয়ে তা ফেটে এদিন দুর্ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে।

সূত্রের খবর, এদিন মালদার গোপালনগর এলাকায় স্থানীয় একটি মাঠে কয়েক জন বাচ্চা মিলে নিজেদের মধ্যে খেলা করছিল। সেই সময় হঠাৎ মাঠের মধ্যে একটি বোমা পড়ে থাকতে দেখে তারা। কিন্তু সেটিকে বল ভেবে তারা নিজেদের মধ্যে খেলা শুরু করে দেয়। আর এর উপরেই ঘটে দুর্ঘটনা। শিশুদের পায়ের মধ্যিখানে ঘুরতে ঘুরতে হঠাৎ বোমাটি ফেটে যায় এবং বিস্ফোরণের ফলে ঘটনাস্থলেই জখম হয় পাঁচ শিশু।

বোমা ফাটার আওয়াজ পেতেই তৎক্ষণাৎ সেখানে এলাকাবাসীরা এসে হাজির হন এবং আহত শিশুদের মালদার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এক স্থানীয় বাসিন্দা জানান, “বাচ্চারা প্রতিদিনই এই মাঠের মধ্যে খেলাধুলা করে। কিন্তু আজ হঠাৎ তারা বোমাটিকে বল ভেবে খেলতে গেলেই আচমকা সেটি ফেটে যায়। এতে পাঁচজন শিশু আহত হয়েছে। কিন্তু এই বোমাটি কোথা থেকে এলো কিংবা কেউ রেখে গেছে কিনা, এ সম্পর্কে আমরা কেউই কিছু জানিনা।”

বর্তমানে আহত শিশুরা হাসপাতালে ভর্তি রয়েছে। ঘটনার পরই এলাকাবাসীদের দ্বারা স্থানীয় কালিয়াচক থানায় খবর দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, এলাকাবাসীর অভিযোগ পেয়ে দ্রুত তারা ঘটনাস্থলে উপস্থিত হন এবং মাঠে কি করে বোমা এলো কিংবা এর পেছনে কারোর হাত রয়েছে কিনা, সে বিষয়ে তারা তদন্ত করে দেখছে।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর